Viral Video: সাপে-খরগোশে তুমুল লড়াই, শেষে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাল সাপ… কিন্তু কেন?
Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই ঝড়ে বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রচুর সংখ্যক নেটিজ়েনের নজর কেড়েছে। এই ভিডিয়োটি 9 জুন ইনস্টাগ্রাম হ্যান্ডেল @gisellegk8 থেকে পোস্ট করা হয়েছে।
Viral Video Today: সাপে-নেউলের লড়াই তো অনেক দেখেছেন, কিন্তু কখনও কি সাপের সঙ্গে খরগোশের লড়াই দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনি চমকে উঠবেন। প্রায় প্রতিদিনই অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্য়ে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। এই ভিডিয়োটিতেও তেমনই কিছু হয়েছে। একটি ছোট খরগোশ সাপের সঙ্গে লড়াই করছে। সাপটি তার দিকে ঝাপিয়ে পড়লেও, সে একটুও ভয় পাচ্ছে না। বরং হার না মেনে তার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সাহসী খরগোশটিকে দেখলে আপনি অবাক হবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাগানে একটি সাপ আর একটি খরগোশ রয়েছে। খরগোশটি সাপটিকে দেখতে পেয়েই তাকে তাড়া করে। আর সাপটিও তার দিকে ফনা তুলে এগিয়ে যায়। যতবারই সাপটি আক্রমণ করে, ততবারই খরগোশটি কিছুটা পিছিয়ে গিয়ে পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। কোনও মতেই সে হার মানবে না। এমন অবস্থায় সাপটি রেগে গিয়ে তার গায়ে ঝাপিয়ে পড়ে। খরগোশটি যে একেবারেই ভয় পায়নি, তা নয়। তবে সেই ভয়কে জয় করে সে সেখানেই টিকে থাকে। সাপটি শেষে ভয় পেয়ে চলে যায় সেখান থেকে।
View this post on Instagram
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই ঝড়ে বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রচুর সংখ্যক নেটিজ়েনের নজর কেড়েছে। এই ভিডিয়োটি 9 জুন ইনস্টাগ্রাম হ্যান্ডেল @gisellegk8 থেকে পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত এই ইনস্টাগ্রাম রিলটি 40 লাখ ভিউ এবং 1 লাখ 13 হাজার লাইক পেয়েছে। এছাড়াও এক হাজার মানুষ কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “খরগোশটি সাপটিকে দেখে একটুও ভয় পেল না।”