Viral Video: আপনার সন্তান তো গাড়ি-বাইকে স্কুলে যায়, মন শক্ত করে এই কিশোরীকে দেখুন একবার…
Latest Viral Video: পোস্টে দাবি করা হচ্ছে এই দৃশ্যটি কলম্বিয়ার একটি গ্রামের। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। 29 জুন শেয়ার করা ভিডিয়োটি এখনও পর্যন্ত 5 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। প্রচুর মানুষ শেয়ারও করেছে। অনেক এই ভিডিয়ো দেখে কমেন্টও করেছেন।
Viral Video Today: যেখানে একদিকে বড় বড় শহরে একের পর এক উন্নয়ন হয়ে চলেছে, সেখানেই কিছু গ্রামে এখনও অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে মানুষকে নিজেদের কাজে যেতে হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কলম্বিয়ার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি চমকে উঠবেন। ক্লিপে দেখা যাচ্ছে, স্কুল ড্রেস পড়া একটি মেয়ে দড়ির সাহায্যে নদী পার হচ্ছে। কারণ স্কুলে যাওয়ার জন্য রাস্তা বা সেতু নেই। শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে পড়তে যাচ্ছে, তা দেখলে আপনার অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।
এই ভিডিয়োটি ‘ক্রেজি ক্লিপস’ (@crazyclipsonly) নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করা হয়েছে। মাত্র 26 সেকেন্ডের ক্লিপে দেখা যাচ্ছে, কীভাবে নদী পার হওয়ার জন্য একটি দড়ি বেঁধে তা ধরে মেয়েটি নদীর ওপারে পৌছে যাচ্ছে। আপনার মনে হতে পারে, হয়তো ছোট কোনও নদী, যার হাঁটু অবধি ঠাঁই হবে। আদতে এমন কিছুই নয়। নদীতে প্রবল স্রোচ বইছে। আর ওভাবে ওই নদী পার হওয়া যে, কতটা বিপজ্জনক, তা আপনি ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
A student going to school in Colombia pic.twitter.com/qKKwO5DJBf
— Crazy Clips (@crazyclipsonly) June 29, 2023
পোস্টে দাবি করা হচ্ছে এই দৃশ্যটি কলম্বিয়ার একটি গ্রামের। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। 29 জুন শেয়ার করা ভিডিয়োটি এখনও পর্যন্ত 5 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। প্রচুর মানুষ শেয়ারও করেছে। অনেক এই ভিডিয়ো দেখে কমেন্টও করেছেন। একজন লিখেছেন, “এদের আরও ভাল সুযোগ-সুবিধা পাওয়া উচিত।” অন্যজন কমেন্টে লিখেছেন- “এখানে কি একটা ব্রিজ বানানো যায় না?” এই ভিডিয়োটি পুরোনো, যা একবার 2022 সালেও ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার পরেই জানা গিয়েছে, এটি ভারতের নয়, কলম্বিয়ার একটি গ্রামের ক্লিপ।