Viral Video: সাত দিন ধরে জিরাফ খাওয়ার ফল, সিংহের কী ভয়ঙ্কর পরিণতি দেখুন
Viral Video Today: রাস্তার মাঝে আরাম করে শুয়েছিল সে। ভিডিয়োটা দেখলে প্রথমে আপনার মনে হবে হয়তো সিংহ মরেই গিয়েছে। কিন্তু ক্যামেরাম্যান যেই ভিডিয়োটি জ়ুম করলেন, নজরে এল তার পেট। তখনই বোঝা গেল, সিংহটি প্রয়োজনাতিরিক্ত খাওয়ার ফলে নড়াচড়া করতে পারছে না। সেই কারণেই সে একটা জায়গায় চুপটি করে শুয়ে রয়েছে।
অনেক পর্যটকের কাছেই জঙ্গল সাফারির মূল উদ্দেশ্য হল বাঘ-সিংহ দেখা এবং তাদের ক্যামেরায় বন্দি করা। একমাত্র জঙ্গল সাফারি ছাড়া তাদের এতটা কাছে যাওয়ার আর সুযোগ নেই। কিন্তু সম্প্রতি ব্যস্ত রাস্তার মাঝখানে একটি সিংহকে দেখা গেল ঘণ্টার পর ঘণ্টা শুয়ে থাকতে। সে সময় রাস্তা দিয়ে যাঁরা যাতায়াত করছিলেন, থতমত খেয়ে দাঁড়িয়ে যাচ্ছিলেন। কেউ কেউ ভেবেছিলেন, সিংহটি হয়তো মারা গিয়েছে। কিন্তু পরে জানা গেল, সিংহটি অতিরিক্ত মাংস খাওয়ার ফলেই তার চলাফেরা করার ক্ষমতা হারিয়েছিল।
ভিডিয়োটি 10 সেকেন্ডের। খুব সম্ভবত জঙ্গল সাফারির সময়ই ভিডিয়োটি শুট করা হয়েছিল। রাস্তার মাঝে আরাম করে শুয়েছিল সে। ভিডিয়োটা দেখলে প্রথমে আপনার মনে হবে হয়তো সিংহ মরেই গিয়েছে। কিন্তু ক্যামেরাম্যান যেই ভিডিয়োটি জ়ুম করলেন, নজরে এল তার পেট। তখনই বোঝা গেল, সিংহটি প্রয়োজনাতিরিক্ত খাওয়ার ফলে নড়াচড়া করতে পারছে না। সেই কারণেই সে একটা জায়গায় চুপটি করে শুয়ে রয়েছে।
এই ক্লিপটি গত 1 নভেম্বরে X হ্যান্ডেলে @Rainmaker1973 নামের একটি হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘সিংহ প্রচুর পরিমাণে মাংস খেতে পারে। একটা পুরুষ সিংহ দিনে 7 কেজি পর্যন্ত মাংস খেতে পারে। কখনও তারা এর বেশিও খেয়ে ফেলে। কিন্তু সিংহ যদি একটানা 7 দিন ধরে একটা জিরাফকে খায়, তাহলে এমনটাই হয়।’
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। 12.6 মিলিয়নের বেশি ভিউ এবং 41 হাজারের বেশি লাইক পেয়েছে। যেখানে 5.1 হাজার ব্যবহারকারী এটি পুনরায় পোস্ট করেছেন এবং 1.5 হাজার প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, দেখে মনে হচ্ছে সিংহটি মারা গিয়েছে। কেউ আবার বলেছেন, এ যে ঘুমাচ্ছে। যদিও কেউ কেউ বলেছেন যে, আমরা যখন খুব বেশি খাই, তখন আমাদের সঙ্গেও ঠিক এমনটাই ঘটে।