Viral Video: ছোট্ট পাখির ভয়ে থরহরিকম্প পশুরাজ, জঙ্গলে উলটপুরাণের ভিডিয়ো ভাইরাল
Masai Mara Lion And Bird: ভিডিয়োতে দেখা গেল, একটি সিংহ এবং আর একটি পাখি একে অপরের মুখোমুখি হয়েছে। পাখিটিকে দেখা মাত্রই সিংহটি এগিয়ে যায়। কিন্তু মুহূর্তেই পাখির ভয়ে পিছু হটে পশুরাজ। বড় প্রাণী হওয়ার যে সমস্যাটা হয়, এই সিংহও হয়তো তা উপলব্ধি করেছিল। ছোট একটা পাখির ছটফটানি ওই সিংহের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হত না। তাতে হিতের বিপরীত হতে পারে। তাই, এগিয়ে গিয়েও শেষে পিছিয়েই আসতে হয় সিংহটিকে।
Latest Video: সেই ছোট্টবেলা থেকে আমরা শুনে আসছি, সিংহ জঙ্গলের রাজা। সেই পশুরাজের ভয়ে জঙ্গলের প্রতিটা প্রাণী থরহরিকম্প। একবার সিংহের খপ্পরে পড়লে তা থেকে রেহাই পাওয়া দুষ্কর, তা সে যত হিংস্র প্রাণীই হোক না কেন! জঙ্গলে এমন প্রাণীরাও আছে, যারা সিংহের গর্জন শুনলেই এলাকা ফাঁকা করে দেয়। তবে এবার যেন উলটপুরাণের চিত্র দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি পাখির ভয়ে রীতিমতো কাঁপতে দেখা গেল পশুরাজকে!
সিংহের অনেক দুঃসাহসিক লড়াইয়ের ভিডিয়ো আমরা দেখেছি। ছোট প্রাণীরাও যে কিছু সময় নিজেদের বুদ্ধিমত্তায় সিংহের মতো প্রাণীর কড়াল গ্রাস ছেড়ে বেরোতে পারে, সেরকম ঘটনাও আমাদের নজরে এসেছে। কিন্তু এবারের ঘটনা যেন সবকিছু ছাপিয়ে গেল।
View this post on Instagram
ভিডিয়োতে দেখা গেল, একটি সিংহ এবং আর একটি পাখি একে অপরের মুখোমুখি হয়েছে। পাখিটিকে দেখা মাত্রই সিংহটি এগিয়ে যায়। কিন্তু মুহূর্তেই পাখির ভয়ে পিছু হটে পশুরাজ। বড় প্রাণী হওয়ার যে সমস্যাটা হয়, এই সিংহও হয়তো তা উপলব্ধি করেছিল। ছোট একটা পাখির ছটফটানি ওই সিংহের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হত না। তাতে হিতের বিপরীত হতে পারে। তাই, এগিয়ে গিয়েও শেষে পিছিয়েই আসতে হয় সিংহটিকে।
তবে পাখিটাও কিন্তু সিংহের দিকে পাল্টা এগিয়ে যাচ্ছিল। বিন্দুমাত্র ভয়ে পিছিয়ে যাওয়ার পাত্র সে নয়। পোস্টের ক্যাপশন থেকে জানা গিয়েছে, ঘটনাটি মাসাইমারা জঙ্গলের। ইনস্টাগ্রাম ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @wildtrails.in নামক একটি হ্যান্ডেল থেকে। ব্যাপক ভাইরাল হয়েছে তা। প্রচুর মানুষ ওই পাখির সাহসিকতার প্রশংসা করেছেন।