RG Kar Case: ‘সব নাম বলে দাও’, রায়ের আগে শেষবার বললেন আইনজীবী, তাও ‘চুপ’ ধৃত সিভিক
RG Kar Case: খনও পর্যন্ত আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে তাঁকেই দেখাচ্ছে সিবিআই। যারা মামলার ট্রায়ালে ছিলেন তাদের বক্তব্য ভিসেরা রিপোর্ট আসেনি। ময়নাতদন্তে পাওয়া গেছে খাদ্য হজম হয়নি। তাহলে মৃত্যু যে শেষ রাতে হয়নি সেটা স্পষ্ট।
কলকাতা: রায় ঘোষণার আগেও চুপ ধৃত সিভিক ভলান্টিয়ার। শেষ বিকেলে তাঁর লকআপে কোনও হেলদোল দেখেননি কেউই। সূত্রের খবর, আইনজীবীর সঙ্গে কিছুক্ষণ কথা হয়েছে সিভিকের। শনিবার শাস্তির আগে তাঁর সঙ্গে দেখা করেন লিগল এড নিযুক্ত আইনজীবী। সূত্রের খবর, একাধিক অসঙ্গতি দেখে শেষবার ওই সিভিকের সঙ্গে কথা বলতে লক আপে যান তিনি। তাঁকে বোঝান খাঁড়া যে তাঁর ঘাড়েই নামছে সেটা বুঝতে আর কোন অসুবিধা নেই। তাই সেদিন রাতে আর কারা ছিল সেটা যেন তাঁর মক্কেল বলে দেন। কারণ নিপল সোয়াবে ওই সিভিকের যোগ থাকার প্রমাণ মিলেছে। ফলে ঘটনা কীভাবে হয়েছে সেটা জানা দরকার বলে মনে করছেন ওই আইনজীবী।
এদিকে এখনও পর্যন্ত আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে তাঁকেই দেখাচ্ছে সিবিআই। যারা মামলার ট্রায়ালে ছিলেন তাদের বক্তব্য ভিসেরা রিপোর্ট আসেনি। ময়নাতদন্তে পাওয়া গেছে খাদ্য হজম হয়নি। তাহলে মৃত্যু যে শেষ রাতে হয়নি সেটা স্পষ্ট। আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, তিলোত্তমার মাথায় তিনটে আঘাত। টালা থানা সেসব ছবি দেয়। কিন্তু, সে সব নিয়ে প্রশ্নই তোলেনি সিবিআই। ফলে প্রমাণ লোপাটের বিষয়ে কিছুই উঠে আসেনি।
শিয়ালদহ কোর্টে যখন ওই সিভিক শেষবার এসেছিলেন তখন লিগল এডের আইনজীবীরা বলেন একটা মেয়ের বিচারে গোটা দেশ নেমেছে। অভিযুক্ত চাইলে এখনও বাকি যারা যুক্ত ছিল তাঁদের নাম বলতে পারেন। কিন্তু, তখনও কার্যত ভাবলেশহীনই ছিলেন ওই সিভিক। যা দেখে অনেকেই মন করছেন মুখ যে খুলবে তা মনে হয় না। কিন্তু, এদিন সাজা ঘোষণার আগে যখন আর কয়েক ঘণ্টা বাকি তখনও কেন চুপ ওই সিভিক? তাই ভাবাচ্ছে আইনজীবীদের।