Viral Video: রাস্তায় প্রকাণ্ড অজগর সাপকে টেনে নিয়ে যাচ্ছিল যুবক, এক কুকুর কী কাণ্ড ঘটাল দেখুন
Latest Viral Video: এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, ব্যবহারকারীদের চোখ কপালে উঠেছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন।
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় অনেক পশু পাখির ভিডিয়োই ভাইরাল হয়। কখনও তাদের বন্ধুত্ব দেখে মুখে হাসি আসে। আবার কখনও এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে শিউরে ওঠা ছাড়া কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক যুবককে অজগর সাপকে পেছন থেকে ধরে টেনে নিয়ে যেতে দেখা যায়। আর এর পরেই একটি কুকুর সেখানে এসে বিরাট অজগর সাপকে দেখে আক্রমণ করতে যায়। তারপরে সাপটি কুকুরটির যা হাল করে, তা দেখে আপনার চোখে জল আসতে বাধ্য। ভিডিয়োটি পোস্ট করতেই ঝড়়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েকজন লোক একটি বিরাট অজগর সাপের লেজ ধরে টেনে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। তা দেখে একটি কুকুর হঠাৎ সেখানে এসে হাজির হয়। আর সাপটির দিকে এগিয়ে যায়। সাপটির মুখের কাছে যেতেই ঘটে গেল এক কাণ্ড। সাপটি এক ঝটকায় কুকুরটির মুখ কামড়ে ধরল। কুকুরটি শত চেষ্টা করেও ছাড়াতে পারে না। এদিকে কুকুরটি কষ্টে চিৎকার করতে থাকে। তখন একটি লোক তা দেখে বিরাট একটি লাঠি এনে সাপটির মুখের কাছে মারতেই সে ছেড়ে দেয়। কিন্তু তারপরেও কুকুরটিকে সাপটির কাছে যেতে চাইলে লোকটি সঙ্গে সঙ্গে তাকে বাধা দেয়।
View this post on Instagram
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, ব্যবহারকারীদের চোখ কপালে উঠেছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “অজগর সাপটিকে লোকগুলো ওভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখেই আমি চমকে উঠলাম।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এর আগেও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে তিনটি কুকুর একসঙ্গে একটি বিষাক্ত সাপকে মেরেছে।”