Viral Video: জিমে এক ব্যক্তির মুখের উপর 20 কেজির ডাম্বেল ফেলে দিলেন অপর জন, তারপর যা হল…

Latest Viral Video: ভাইরাল হওয়া এই ভিডিয়োটিকে দুর্ঘটনা বলে টুইট করা হলেও, ভিডিয়োটি দেখার পর বেশিরভাগ ব্যবহারকারী একে হত্যার চেষ্টা বলে জানিয়েছেন। বলা হচ্ছে, "যে ব্যক্তি তার মুখে ডাম্বেল ফেলেছিল তাকে 19 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।"

Viral Video: জিমে এক ব্যক্তির মুখের উপর 20 কেজির ডাম্বেল ফেলে দিলেন অপর জন, তারপর যা হল...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 2:26 PM

Viral Video Today: আজকাল জিমে ওয়ার্কআউট করার সময় হঠাৎই মৃত্যুর অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেক সময় বেশি ওজন তোলার কারণে বা অন্যের সামান্য ভুলের কারণে দুর্ঘটনার শিকার হতে হয় মানুষকে। তবে ইচ্ছে করে কেউ কারও উপর ভারী ডাম্বেল ফেলে দেয়, এমন ভিডিয়ো আগে দেখা যায়নি। এমনই এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠবেন। জিমে গিয়ে কেউ ইচ্ছে করে অন্য ব্যক্তির সঙ্গে এমন করতে পারে, তা আপনি ভাবতেও পারবেন না। ভিডিয়োয় আপনি দেখতে পাবেন, কীভাবে জিমে ওয়ার্কআউট করা একজন ব্যক্তি দুর্ঘটনার শিকার হন। ওয়ার্কআউটের সময় এক ব্যক্তি প্রায় 20 কেজি ওজনের একটি ডাম্বেল অন্য এক ব্যক্তির মুখে ফেলে দেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 4 মিলিয়ন মানুষ এই ভিডিয়োটি দেখেছেন।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, জিমে বেঞ্চে শুয়ে ওয়ার্কআউট করছেন এক ব্যক্তি। ওয়ার্কআউটের সময়, অন্য একজন ব্যক্তিও জিমে আসেন, যার হাতে প্রায় 20 কেজি ওজনের ডাম্বেল রয়েছে। আচমকা হাঁটতে হাঁটতে অন্য এক ব্যক্তি তার হাতে রাখা ডাম্বেলটি ব্যায়ামরত ব্যক্তির মুখে ফেলে দেন, এতে তিনি গুরুতর আহত হন।

ভাইরাল হওয়া এই ভিডিয়োটিকে দুর্ঘটনা বলে টুইট করা হলেও, ভিডিয়োটি দেখার পর বেশিরভাগ ব্যবহারকারী একে হত্যার চেষ্টা বলে জানিয়েছেন। বলা হচ্ছে, “যে ব্যক্তি তার মুখে ডাম্বেল ফেলেছিল তাকে 19 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।” যদিও এই ভিডিয়োটি পুরানো, এটি আবার শেয়ার করা হয়েছে @MoreCrazyClips টুইটার অ্যাকাউন্টে। তারপরেই আবার অনেকে অনেক কমেন্টও করেছেন।,