Viral Video: খিদের মুখে মোষ ধরতে গিয়ে নিজেই ‘শিকার’ হল পশুরাজ, শিংয়ের গুঁতোয় রক্তারক্তি কাণ্ড!
Latest Viral Video: @ThebestFigen থেকে পোস্ট করা হয়েছে। পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ক্লিপটি 7 লাখ 41 হাজার ভিউ এবং 19 হাজারের বেশি লাইক পেয়েছে।
Viral Video Today: ইন্টারনেটের যুগে কত কিছুই না ভাইরাল হয়। বন-জঙ্গলের এমন কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে অবেক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। জঙ্গলের পশুরাজ সিংহ-কেও প্রাণের ভয়ে অন্য প্রাণীদের হাত থেকে পালাতে দেখা যায়। আর কখনও কোনও কুমিরও একটি হরিণের কাছে হার মেনে যায়। আশ্চর্যজনক কত কিছুই না হয়। তেমনই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ‘জঙ্গলের রাজা’কে একটি মহিষ তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এমন দৃশ্য আগে দেখেছেন কখনও? দেখেননি তো? তাহলে ভাইরাল হওয়া ভিডিয়োটিতে একবার চোখ রাখুন।
এই ক্লিপটি মাত্র 6 সেকেন্ডের। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি সিংহ হঠাৎই এক মহিষের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে আক্রমণ করার চেষ্টা করে। এরই মধ্যে তাদের একজন তার সঙ্গীকে বাঁচাতে সিংহকে আক্রমণ করে অন্য এক মহিষ। সিংহটিকে কে নিয়ে রীতিমতো ফুটবল খেলতে শুরু করে মহিষের দল। সিংহটিও হার মানতে নারাজ। যতই হোক সে জঙ্গলের রাজা বটে। কিন্তু অবশেষে কী হল, তা এই ভিডিয়োটিতে দেখানো হয়নি।
What a power! 💪pic.twitter.com/ImxmBmlTyI
— The Best (@ThebestFigen) September 12, 2023
জঙ্গলের এই ভিডিয়োটি 13 সেপ্টেম্বর মাইক্রোব্লগিং সাইট @ThebestFigen থেকে পোস্ট করা হয়েছে। পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ক্লিপটি 7 লাখ 41 হাজার ভিউ এবং 19 হাজারের বেশি লাইক পেয়েছে। এছাড়া আড়াই হাজারের বেশি ব্যবহারকারীরা কমেন্ট করেছেন। একজন কমেন্টে লিখেছেন, “তবে কি মহিষ সিংহের থেকে বেশি শক্তিশালী? নাকি সে ভুল করে মহিষের এলাকায় ঢুকে পড়েছে?”