বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, বেসামাল গাড়ি! ঘটনাস্থলে মৃত ৪, আহত ৮
স্থানীয়দের অভিযোগ, নারায়ণগড়ের এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই খারাপ। বারবার বলেও রাস্তা সারানোর জন্য কোনও পদক্ষেপ করেনি প্রশাসন।
পশ্চিম মেদিনীপুর: মর্মান্তিক পথদুর্ঘটনায় (road accident) মৃত্যু হল চার জনের। গুরুতর আহত আট জন। নারায়ণগড় থানার বাঁশবেড়িয়া এলাকার ঘটনা।
জানা গিয়েছে, শনিবার সকালে ১২ জন একটি পিক আপ ভ্যান ভাড়া করে নারায়ণগড়ের পাকুড়সেনী এলাকায় আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে আসছিলেন। সেই সময়ে রাস্তা খারাপ থাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে গাড়িটি। চালক-সহ আরও তিন জন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মারা (Dead) যান। বাকি আট জন গুরুতর আহত হন। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, নারায়ণগড়ের এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই খারাপ। বারবার বলেও রাস্তা (Road) সারানোর জন্য কোনও পদক্ষেপ করেনি প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাস্তা খারাপ থাকা ছাড়াও দুর্ঘটনা ঘটার আর কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: সিঁদুরে মেঘ বঙ্গের ভোটে, ভাগ্য পরীক্ষার আগেই করোনা আক্রান্ত তৃণমূল প্রার্থী