গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ‘বিজেপি’

শনিবার সকাল থেকেই বোলপুর জুড়ে হৈচৈ৷ খবর রটে যায়, অনুব্রত মণ্ডলের গড় বোলপুরে আত্মঘাতী (Suicide) হয়েছে 'বিজেপি' (BJP)।

গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী 'বিজেপি'
গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী 'বিজেপি'
Follow Us:
| Updated on: Dec 12, 2020 | 5:30 PM

বোলপুর: শনিবার সকাল থেকেই বোলপুর জুড়ে হৈচৈ৷ খবর রটে যায়, অনুব্রত মণ্ডলের গড় বোলপুরে আত্মঘাতী (Suicide) হয়েছে ‘বিজেপি’ (BJP)।

তবে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর জানা যায়, ‘বিজেপি’ নামের এক ব্যক্তি আত্মঘাতী হয়েছে বোলপুরের শান্তিনিকেতনের পাশের গ্রাম বল্লভপুরডাঙায়। যদিও ওই ব্যক্তির আসল নাম বিশ্বম্ভর সোরেন। তবে এলাকার সকলের কাছে সে ‘বিজেপি’ নামেই পরিচিত ছিল। সেই ‘বিজেপি’ শনিবার সকালে বাড়ির পিছনে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে।

ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, কীভাবে ওই ব্যক্তির নাম ‘বিজেপি’ হল? সেই প্রসঙ্গে পরিবারের সদস্যরা জানান, মৃত ‘বিজেপি’ বা তাঁর বাবা মা, কেউই রাজনীতির সঙ্গে সেভাবে যুক্ত নন। তবে তাঁর এক কাকা বিজেপির কর্মী ছিলেন। সেই মতো বিজেপির হয়ে নির্বাচনেও লড়েছিলেন। সেই নির্বাচনের দিনই জন্ম হয় বিশ্বম্ভর সোরেনের। এরপর থেকেই এলাকার মানুষ তাঁকে ‘বিজেপি’ বলেই চেনে। যদিও, কী কারণে ‘বিজেপি’ আত্মঘাতী হল, সে নিয়ে সন্দিহান তাঁর পরিবারও।

আরও পড়ুন: নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারের ‘অ্যাটাচ’ চেয়ে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

পরিবারের লোকেদের দাবী, গতকাল রাত্রে এলাকার একটি বিয়ে বাড়িতে যায় বিশ্বম্ভর। সেখান থেকে ফিরে আসার পর কী হয়েছে পরিবারের লোক তা জানে না৷ সকালে বাড়ির পিছনে একটি গাছে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখা যায়। পুলিসকে খবর দিলে শান্তিনিকেতন থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কী কারণে সে আত্মঘাতী হল সেই ঘটনার তদন্ত করছে পুলিস।