আলিপুরদুয়ারে ২৩১ টি মহিলা পরিচালিত বুথ, স্বাধীনতার পর এই প্রথম!
শনিবার অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার ৫ বিধানসভা কেন্দ্রে ভোট। সেখানকার মোট ২৩১টি বুথ পরিচালনার দাযত্বে থাকছেন মহিলারা।
আলিপুরদুয়ার: শুক্রবার রাত পোহালেই শুরু হবে বাংলার চতুর্থ দফার ভোট (Fourth Phase Election)। গণতন্ত্রের এই উৎসবে এবার একটু আলাদা ছবি আলিপুরদুয়ার জেলায়। স্বাধীনতার পর এই প্রথম বলা চলে।
শনিবার অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ার জেলার ৫ বিধানসভা কেন্দ্রে ভোট। সেখানকার মোট ২৩১টি বুথ পরিচালনার দাযত্বে থাকছেন মহিলারা। জেলার মোট ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৪৪ হাজার ৩৫১ জন। পুরুষ ভোটারের সংখ্যা ছয় লক্ষ ২৬ হাজার ৯৪৩ জন। মহিলা ভোটার সংখ্যা ৬ লক্ষ ১৭ হাজার ৩৬৫ জন। জেলায় তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা মোট ৪৩ জন। জেলায় মোট বুথের সংখ্যা ১ হাজার ৭০৬।
এর মধ্যে মাদারিহাট বিধানসভার অন্তর্গত ৮৩ টি বুথ জলপাইগুড়ি জেলার মধ্যে পড়েছে। আলিপুরদুয়ার জেলায় মোট বুথের সংখ্যা ১ হাজার ৬২৩। উল্লেখযোগ্য বিষয় হল, আলিপুরদুয়ার জেলায় এবার মহিলা পরিচালিত বুথের সংখ্যা ২৯৩। স্বাধীনতার পর এই প্রথম এত সংখ্যক মহিলা পরিচালিত বুথ হচ্ছে জেলাতে। যা নিয়ে উল্লসিত মহিলা ভোটকর্মীরা।
আলিপুরদুয়ার ২ এর জেলা প্রশাসন বলছে, কোভিড-১৯ পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের নির্দেশমতো এখানেও বেশকিছু ভোটগ্রহণ কেন্দ্রে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। এখানেও বেশকিছু ভোটগ্রহণ কেন্দ্র মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত হবে। ওসব বুথে যাঁরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাঁরাও মহিলা হবেন। জেলা থেকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলা অতিরিক্ত নির্বাচনী আধিকারিক প্রণব ঘোষ জানান, ১২০০ জন মহিলা ভোটকর্মী সরাসরি ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন। প্রায় ২০ শতাংশ মহিলা কর্মীকে রিজার্ভে রাখা হবে। কোনও ভোটকর্মী অসুস্থ হয়ে পড়লে বা তাঁর কোনও সমস্যা হলে রিজার্ভে থাকা ভোটকর্মীকে সংশ্লিষ্ট বুথে তৎক্ষণাৎ পাঠিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব বলছেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। গত ১০ বছরে পশ্চিমবঙ্গে মহিলাদের ক্ষমতায়ন বা স্বশক্তিকরণ করা হয়েছে। এ রাজ্যের মহিলারাও যে পিছিয়ে নেই এটি তারই প্রকৃষ্ট উদাহরণ। পুরুষদের সাহায্য ছাড়াই মহিলারা ভোটগ্রহণের বুথ পরিচালনা করবেন এটা স্বাভাবিক বিষয়।
আরও পড়ুন: এখানে টিভি নেই, মোবাইল এক অকেজো খেলনা, ভোট উৎসব পালনে বক্সার দুর্গম পাহাড়ে ‘বাবুরা’
জেলায় ৯৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছেন নিরাপত্তার দায়িত্বে। কুইক রেসপন্স টিম করা হয়েছে ৯৬ টি। ওয়েব কাস্টিং হচ্ছে ৫০ শতাংশ বুথে। ৭০৪ টি বুথে সিসিটিভি মনিটরিং হচ্ছে। প্রত্যেক ব্লকে থাকছেন একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেট যাবতীয় কিছু দেখভালের জন্য বলে জানিয়েছে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।