Bankura Awas: তালিকা থেকে নাম পড়েছে কেন? আবাস-ইস্যুতে হুমকি-রোষের শিকার আশাকর্মীরা
Bankura Awas: মারধর থেকে বাড়ি বয়ে এসে হুমকি সবই জুটছে। অভিযোগ আশাকর্মীদের। এরই প্রতিবাদে বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিডিও অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন আশা কর্মীরা।
বাঁকুড়া: আবাস যোজনার তালিকা ধরে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল আশাকর্মীদের। সেই দায়িত্ব যথাযথ পালনও করেছেন তাঁরা। তাতেই বাদ পড়েছে অনেকের নাম। আর এতেই বাদ পড়াদের কোপে পড়তে হচ্ছে স্থানীয় আশা কর্মীদের। মারধর থেকে বাড়ি বয়ে এসে হুমকি সবই জুটছে। অভিযোগ আশাকর্মীদের। এরই প্রতিবাদে বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিডিও অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন আশা কর্মীরা।
আবাস যোজনার তালিকা ধরে রাজ্য জুড়ে সমীক্ষা হয়েছে। সেই সমীক্ষার প্রথম ধাপেই দায়িত্বে ছিলেন স্থানীয় আশা কর্মীরা। সারা রাজ্যের পাশাপাশি তালডাংরা ব্লকেও আশা কর্মীরা সমীক্ষার কাজ করেছিলেন। আর সেই সমীক্ষার ভিত্তিতেই কিছু নাম তালিকা থেকে বাদ পড়ায়, গ্রামবাসীদের একাংশের এখন রোষের মুখে পড়তে হচ্ছে আশা কর্মীদের। তালডাংরা ব্লকের আশা কর্মীদের দাবি, আবাস তালিকার সমীক্ষার কাজ তিনটি ধাপে করার কথা ছিল।
প্রাথমিক ধাপে আশা কর্মীরা সমীক্ষা করলেও পরবর্তী ধাপ করার কথা ছিল প্রশাসনের আধিকারিকদের। কিন্তু পরের দফাগুলি না করেই প্রথম দফার সমীক্ষার পরেই অনেক উপভোক্তার নাম বাদ পড়ে। স্বাভাবিক ভাবে যাবতীয় রোষ তাঁদের ঘাড়ে এসে পড়ছে। বাড়িতে গিয়ে গালি গালাজ থেকে শুরু করে আক্রমণের শিকারও হতে হচ্ছে আশা কর্মীদের।
অবিলম্বে এই সমস্যা থেকে মুক্তির দাবিতে মঙ্গলবার তালডাংরার বিডিও র দ্বারস্থ হয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় আশা কর্মীরা। অবিলম্বে তাঁদের এই সমস্যা থেকে মুক্তি না দিলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীরা। এক আশাকর্মী বলেন, “অনেক যোগ্য ব্যক্তিই বাদ গিয়েছে, আমরা সিলেক্ট করেছিলাম। কিন্তু তাঁদের নাম বাদ দিয়ে দিয়েছে। এবার তাঁরা আমাদের হুমকি দিচ্ছে। আমাদের দাবি আবার সার্ভে করা হোক। আমাদের অনেককে মারধর করা হয়েছে। আমাদের কোনও নিরাপত্তা নেই।” বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি ব্লক প্রশাসন।