Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saumitra Khan: ‘তৃণমূলে টিকিট না পেলে বিজেপিতে আসুন, এটাই শেষ সুযোগ’, বার্তা সৌমিত্র খাঁর

Saumitra Khan: মনোনয়নের শুরুর দিন থেকেই বাঁকুড়ার জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়র এই চারটি ব্লকে সন্ত্রাসের অভিযোগ তুলতে শুরু করেছেন বিরোধীরা।

Saumitra Khan: 'তৃণমূলে টিকিট না পেলে বিজেপিতে আসুন, এটাই শেষ সুযোগ', বার্তা সৌমিত্র খাঁর
সৌমিত্র খাঁ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 11:13 AM

বাঁকুড়া: ‘তৃণমূলের টিকিট না পেলে আমাদের দলে আসুন।’ একেবারে সরাসরি তৃণমূল নেতাদের এমন বার্তা দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। ১৫ জুন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময়সীমা ধার্য করা হয়েছে। তার মধ্যে বিক্ষুব্ধ তৃণমূল (TMC) নেতারা নির্দল বা বিজেপির টিকিটে মনোনয়ন দিক, সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিয়োতে এই বার্তা দিয়েছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে অনেক জায়গাতেই তৃণমূল পিছিয়ে রয়েছে। বিরোধীদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মনোনয়ন দিতে পারছে না তৃণমূল। এরই মধ্যে বিজেপি সাংসদের বার্তা নিয়ে চর্চা রাজনৈতিক মহলে। প্রার্থী খুঁজে না বিজেপি এমন আবেদন করছে বলে কটাক্ষ তৃণমূলের।

মনোনয়নের শুরুর দিন থেকেই বাঁকুড়ার জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়র এই চারটি ব্লকে সন্ত্রাসের অভিযোগ তুলতে শুরু করেছেন বিরোধীরা। ওই চার ব্লকে গত চারদিন মনোনয়ন কেন্দ্রের বিরোধীদের বিশেষ দেখা যায়নি। তৃণমূলের সন্ত্রাসের কারণেই এমনটা হয়েছে বলে দাবি জানিয়ে প্রতিদিনই কোনও না কোনও ব্লকে পথ অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। রাস্তার পাশে ধরনায় বসতেও দেখা গিয়েছে সৌমিত্র খাঁকে।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভ করে বিষ্ণুপুরের সাংসদ বলেন, “যাঁরা তৃণমূলে টিকিট পাচ্ছেন না, সেই বিক্ষুব্ধরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা তাঁদের টিকিট দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের নেতারা ১২ বছর ধরে আপনাদের ঠকিয়েছে। এটাই শেষ সুযোগ। আসুন মনোনয়ন দিন।” পরে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “আমাদের লক্ষ্য তৃণমূলকে হারানো।” সেই লক্ষ্যে সব দলেরই বিক্ষুব্ধদের আহ্বান জানানো হয়েছে। সৌমিত্র খাঁর ফেসবুক লাইভের মন্তব্য ঘিরে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি, সন্ত্রাসের অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি এখন প্রার্থী খুঁজে না পেয়ে তৃণমূলের কে বিক্ষুব্ধ হবে তার আশায় বসে রয়েছে।”