Woman Death: কাঠ কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু গৃহবধূর

Woman death: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাঁকুড়ার কোতুলপুরের হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। সেই সময় বাড়ির অদূরেই জ্বালানি আনতে গিয়েছিলেন বছর আঠাশের গৃহবধূ ঝুমা ঘোষ।

Woman Death: কাঠ কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু গৃহবধূর
(নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 6:58 PM

কোতুলপুর: বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। ঝমঝমিয়ে বাঁকুড়ায় নামে বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। আর বজ্রাঘাতে মৃত্যু গৃহবধূর। মৃতের নাম ঝুমা ঘোষ। বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানার সুন্দরচক গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাঁকুড়ার কোতুলপুরের হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। সেই সময় বাড়ির অদূরেই জ্বালানি আনতে গিয়েছিলেন বছর আঠাশের গৃহবধূ ঝুমা ঘোষ। আচমকাই বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বজ্রপাতে ওই গৃহবধূর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “ও জ্বালানি আনতে গিয়েছিল। কাঠ কুড়োচ্ছিল। সেই সময় আচমকাই বিদ্যুতের ঝলকানি হয়। ঘটনাস্থলেই পড়ে যায়। ওর চিৎকারে আমরা ছুটে আসি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলল যে ও বেঁচে নেই।”