রাস্তায় জাপ্টে ধরে যুবতীর বুকে-পেটে হাত, মন্ত্রী বললেন, ‘বড় শহরে এরকম হয়’
Bengaluru Crime: একটি গলি দিয়ে দুই যুবতী ভয়ে ভয়ে হেঁটে যাচ্ছেন। তাদের অনুসরণ করছেন এক ব্যক্তি। হঠাৎ ওই ব্যক্তি পিছন থেকে ঝাঁপিয়ে পড়েন। এক যুবতীর শরীরে জোর করে হাত দেন।

বেঙ্গালুরু: প্রকাশ্য রাস্তায় যুবতীকে হেনস্থা। জাপ্টে ধরে যুবতীর শরীরে হাত, তারপরই পালিয়ে গেল অভিযুক্ত। দেশের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে এভাবে মহিলা হেনস্থার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল যুবতীকে হেনস্থার সেই ভিডিয়ো। এই ঘটনাকে কেন্দ্র করে যেখানে জনগণ ক্ষুব্ধ, সেই ক্ষোভের আগুনে ধি ঢাললেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, ‘বেঙ্গালুরুর মতো বড় শহরে এই ধরনের ঘটনা ঘটতেই পারে’।
সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়াচ্ছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর বিটিএম এলাকায় একটি গলি দিয়ে দুই যুবতী ভয়ে ভয়ে হেঁটে যাচ্ছেন। তাদের অনুসরণ করছেন এক ব্যক্তি। হঠাৎ ওই ব্যক্তি পিছন থেকে ঝাঁপিয়ে পড়েন। এক যুবতীর শরীরে জোর করে হাত দেন। ওই যুবতী ও তাঁর পাশে থাকা আরেক যুবতী ওই ব্যক্তির হাত থেকে নিজেদের ছাড়ানোর চেষ্টা করেন। এরপরে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
A humble request to all women in #Bengaluru: Please avoid going out alone at night. This city is no longer safe for women. Miscreants seem to have lost all fear of @BlrCityPolice @CPBlr. The eve-teasing incident from late Thursday night in BTM is truly harrowing. pic.twitter.com/8z1hWVHIGm
— Citizens Movement, East Bengaluru (@east_bengaluru) April 7, 2025
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অনুসরণ করা, হেনস্থা ও যৌন হেনস্থার মামলা দায়ের করেছে। তবে নিগৃহীত যুবতী অভিযোগ দায়ের করেননি।
এদিকে, প্রকাশ্য় রাস্তায় যুবতীর হেনস্থার ভিডিয়ো প্রকাশ্য আসতেই যেখানে নিন্দায় সরব হয়েছে সকলে, সেখানেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, “বেঙ্গালুরুর মতো বড় শহরে এরকম হতেই পারে”। কার্যত পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে মন্ত্রী বলেন, “আমি পুলিশ কমিশনারকে প্রতিদিন বলি সতর্ক হতে, সমস্ত এলাকায় নজরদারি, পেট্রোলিং করতে। এদিক, ওদিকে এরকম ঘটনা ঘটলে অবশ্যই সাধারণ মানুষের নজর সেদিকে যাবে। পুলিশ ২৪X৭ কাজ করছে। এত বড় শহরে এই ধরনের ঘটনা ঘটে। আমরা আইন অনুযায়ী পদক্ষেপ করব। আমি সকালেও কমিশনারের সঙ্গে কথা বলেছি।”
অন্যদিকে, বিরোধী দল বিজেপি সিদ্দারামাইয়ার সরকারকে দুষে বলেছে, রাজ্যে আইন-শৃঙ্খলার অবস্থা প্রকাশ্যে চলে এসেছে। বেঙ্গালুরু দিনে দিনে মহিলাদের জন্য অসুরক্ষিত হয়ে উঠছে।





