Bankura: ১৭ লক্ষ না ৮ লক্ষ? সরকারি প্রকল্পের বাড়ি বিক্রির অভিযোগে উত্তাল বাঁকুড়া

West Bengal: এ বিষয়ে দেবাশীসবাবু বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান ও পৌর নির্বাহী আধিকারিক সহ অন্যান্যদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

Bankura: ১৭ লক্ষ না ৮ লক্ষ? সরকারি প্রকল্পের বাড়ি বিক্রির অভিযোগে উত্তাল বাঁকুড়া
সরকারি বাড়ি বিক্রি (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 3:30 PM

বাঁকুড়া: প্রধানমন্ত্রী আবাস যোজনা (Awas Yojana) নিয়ে রাজ্য জুড়ে প্রবল বিতর্কের মধ্যেই এবার ‘হাউস ফর অল’ (House For all) প্রকল্পের বাড়ি নিয়ে বড়সড় বেনিয়মের অভিযোগ উঠল বাঁকুড়ায়। বাঁকুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুরের উপর পাড়ার বাসিন্দা বীরেন লোহ ‘হাউস ফর অল’ প্রকল্পে পাওয়া বাড়ি মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। সরকারি প্রকল্পে পাওয়া ওই বাড়ি বিক্রি করা বেআইনী বলে দাবি ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবাশীস লাহার। এ বিষয়ে দেবাশীসবাবু বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান ও পৌর নির্বাহী আধিকারিক সহ অন্যান্যদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

অভিযোগকারী বাঁকুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দাবি, রেজিস্ট্রির নথিতে আট লক্ষ টাকা দেখানো হলেও, বীরেন লোহ এক ব্যবসায়ীকে ১৭ লক্ষ টাকায় বাড়িটি বিক্রি করেছেন। সরকারি প্রকল্পে ও অর্থানুকূল্যে তৈরি বাড়ি এভাবে বিক্রি করা যায় না, এই কাজ সম্পূর্ণ বেআইনী। বিষয়টি তিনি প্রশাসনিক স্তরে লিখিতভাবে জানিয়েছেন বলেও জানান।

২০১৫-১৬ আর্থিক বছরে সরকারি প্রকল্পে পাওয়া বাড়ি বিক্রির অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত বীরেন লোহ। তিনি বলেন, “লটারী বিক্রি করে সংসার চালাই। সম্প্রতি লটারী ব্যবসাতে লোকসান চলছিল, তাছাড়া প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত ঝামেলাতেও জড়িয়ে পড়েছিলাম। ওই জায়গায় বসবাস করলে প্রাণ সংশয়ের সম্ভাবনা ছিল। তাই বাড়ি বিক্রির টাকায় অন্যত্র বাড়ি কিনে বসবাস করছি।”

অপরদিকে, বিতর্কিত বাড়িটির ক্রেতা সন্দীপ দাস বলেন, “সমস্ত নিয়ম কানুন মেনে আট লক্ষ টাকাতে ওই বাড়ি আমি কিনেছি। রেজিস্ট্রি হয়েছে, প্রয়োজনীয় নথিও রয়েছে। কেউ ব্যক্তিগত প্রয়োজনে নিজের বাড়ি বিক্রি করতেই পারে। যদি আপত্তি থাকে তাহলে সরকারিভাবে আগে কেন বাধা দেওয়া হয়নি?”

এ প্রসঙ্গে, পৌর দফতরের জয়েন্ট ডিরেক্টর জলি চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সাধারণভাবে সরকারি প্রকল্পে তৈরি বাড়ি বিক্রি করা যায় না। এরকম কয়েকটা অভিযোগ এসেছে। পৌরসভাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।” বিজেপির বাঁকুড়া জেলার সহ সভাপতি দেবাশীস দত্ত তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ এনেছেন। এই ঘটনার তদন্তের পাশাপাশি যে বা যারা যুক্ত তাদের গ্রেফতারির দাবিও করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে হাউস ফর অল’ প্রকল্পের সূচনা হয়। শহরাঞ্চলে বসবাসকারী আর্থিকভাবে দুর্বলদের সাহায্যের জন্য প্রকল্প শুরু করা হয়েছিল। এই প্রকল্পে মোট বরাদ্দ হয়েছিল ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। যার মধ্যে কেন্দ্র দেয় দেড় লক্ষ, রাজ্য দেয় ১ লক্ষ ৯৩ হাজার, বাকি ২৫ হাজার টাকা ওই প্রকল্পের উপভোক্তাকে দিতে হয়।