Nabanna Abhiyan: কুড়মি সমাজের পাল্টা আন্দোলনের ডাক আদিবাসীদের, পুজোর পরেই নবান্ন অভিযান
Nabanna Abhiyan: এবার কুড়মিদের আন্দোলনের পাল্টা রাজ্যের উপর চাপ বাড়াতে সরাসরি নবান্ন অভিযানের ডাক দিল আদিবাসীদের সম্মিলিত মঞ্চ। কুড়মিদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি নবান্ন অভিযানে জুড়েছে আরও একাধিক ইস্যু।

বাঁকুড়া: কুড়মি সমাজের পাল্টা এবার আন্দোলনের নামার হুশিয়ারি দিল আদিবাসীরা। কুড়মিদের আদিবাসী হওয়ার চেষ্টার প্রতিবাদে পুজোর পরেই এবার নবান্ন অভিযানের ডাক দিল আদিবাসীদের সম্মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসি অর্গানাইজেশান। এদিন বাঁকুড়ায় সাংবাদিক সম্মেলন করে আগামী ১২ নভেম্বর নবান্ন অভিযানের ডাক দেয় আদিবাসীদের সম্মিলিত ওই মঞ্চ।
আদিবাসী স্বীকৃতির দাবিতে বাঁকুড়া সহ জঙ্গলমহলের কুড়মিরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। পুজোর মুখে রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধি করতে রেল টেকার ডাক দিয়েছিল কুড়মি সমাজ। যদিও তাতে নিষেধাজ্ঞা চাপিয়েছে হাইকোর্ট। তারপরেও নিজেদের দাবিতে অনড় কুড়মি সমাজ। এদিকে পুজোর মুখে এই রেল অবরোধের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে পুরুলিয়ার একাধিক ব্যবসায়ী ও সামাজিক সংগঠন। ওই মামলাতেই হাইকোর্ট রেল অবরোধ নিষেধাজ্ঞা জারি করে।
এবার কুড়মিদের আন্দোলনের পাল্টা রাজ্যের উপর চাপ বাড়াতে সরাসরি নবান্ন অভিযানের ডাক দিল আদিবাসীদের সম্মিলিত মঞ্চ। কুড়মিদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি নবান্ন অভিযানে জুড়েছে আরও একাধিক ইস্যু। জল-জঙ্গল ভূমির অধিকার, শিক্ষার অধিকার, বিভিন্ন আদিবাসী ভাষার সরকারি স্বীকৃতি-সহ অন্যান্য দাবিও জানানো হবে বলে জানিয়েছে ওই সম্মিলিত মঞ্চ।
এদিকে আদিবাসী হিসাবে স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে এ রাজ্যের কুড়মি সম্প্রদায়ের বড় অংশ। তাঁদের দাবি ১৯৩১ সালের জনগণনা পর্যন্ত তাঁদের প্রিমিটিভ ট্রাইব হিসাবে উল্লেখ করা হলেও স্বাধীনতার পর স্বীকৃতি চলে যায়। তাঁদের সাফ দাবি সেই স্বীকৃতি তাঁদের ফেরত চাই।
