Bankura Theft Case: কোলে বাচ্চা নিয়ে ভিক্ষা করছিলেন দুই মহিলা, তারপর… মাথায় হাত গৃহস্থের
Bankura Theft Case: এই ঘটনায় এলাকার বাসিন্দারা বেশ আতঙ্কিত। এমন অনেকেই ভিক্ষা করার নাম করে এলাকায় ঘুরে বেড়ান। তাঁদের অনেককেই ভিক্ষাও দেন বাসিন্দারা। তবে এভাবে বাড়িতে ঢুকে চুরির ঘটনায় বিস্মিত এলাকার লোকজন।
বাঁকুড়া: ভিক্ষা করতে বাড়ির সামনে গিয়েছিলেন দুই মহিলা। তাঁদের কোলে এক ছোট্ট বাচ্চাকেও দেখা গিয়েছিল। পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজন সেই সময় ঘুমোচ্ছিলেন দোতলার ঘরে, আর বাকিরা বাড়িতে ছিলেন না। পরে ঘুম ভেঙেই বাড়ির সদস্যরা দেখেন সর্বনাশ হয়ে গিয়েছে। আলমারির দরজা খোলা। ভিতরে নেই নগদ টাকা ও সোনার গয়না। আশপাশের বাড়ির বাসিন্দারা জানান, তাঁরা ওই দুই মহিলাকে দেখেছিলেন। এলাকায় বিভিন্ন বাড়িতে ঘুরে ভিক্ষা করেন তাঁরা। এরপরই সন্দেহ বাড়ে ওই পরিবারের। সোমবার তাঁদের এলাকা থেকেই গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার ঘটনা।
গত ১৭ অক্টোবর বাঁকুড়ার কোতুলপুর থানার গোগড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই পরিবারের অন্যতম সদস্য তথা অভিযোগকারী হারাধন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নগদ ১৫ হাজার টাকা ও সোনার গয়না উধাও হয়ে যায় তাঁর বাড়ি থেকে। তাঁর অভিযোগ বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুই যাযাবর মহিলাই এই ঘটনা ঘটিয়েছে। এরপর কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ তদন্তে নেমে দুই মহিলার কথা জানতে পারেন এলাকার বাসিন্দাদের কাছ থেকে। এরপর সম্প্রতি ফের ওই দুই মহিলাকে একইভাবে এলাকায় ঘুরতে দেখা যায়। এরপরই পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।
এই ঘটনায় এলাকার বাসিন্দারা বেশ আতঙ্কিত। এমন অনেকেই ভিক্ষা করার নাম করে এলাকায় ঘুরে বেড়ান। তাঁদের অনেককেই ভিক্ষাও দেন বাসিন্দারা। কোলে ছোট সন্তানকে দেখে সন্দেহ হওয়ারও উপায় নেই। এই ঘটনার পর সতর্ক থাকার কথা বলছেন প্রত্যেকেই।