Accident Death: অন্ধকার রাস্তায় ডাম্পারের ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু তিন যুবকের
Accident Death: অতর্কিতেই পিছন থেকে একটি ডাম্পার ওই বাইক আরোহীকে ধাক্কা মারে বলে দাবি স্থানীয়দের।
নলহাটি: রাতের অন্ধকারে ডাম্পার এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ভয়াবহ এই ঘটনায় মৃত্যু হল তিন মোটর সাইকেল আরোহীর। সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার তিলোরা গ্রামের কাছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে নটা নাগাদ রানিগঞ্জ – মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক হয়ে মোটর সাইকেলে তিনজন যুবক যাচ্ছিলেন। মোড়গ্রামের দিক থেকে কাঁটাগড়িয়ার দিকে তাঁরা যাচ্ছিলেন বলে জানা যায়। সেই সময় অতর্কিতেই পিছন থেকে একটি ডাম্পার ওই বাইক আরোহীকে ধাক্কা মারে বলে দাবি স্থানীয়দের। আর এরপরেই বাইক থেকে ছিটকে পড়েন তিনযুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
মৃত তিন যুবকের নাম আনজারুল শেখ, তফিজুল শেখ ও নাকিমুদ্দিন শেখ। মৃতদের বাড়ি বীরভূমের নলহাটির কাঁটাগড়িয়া ও বিরলচৌকি এলাকায়। ঘটনার পরেই তীব্র উত্তেজনা ছড়ায়। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান পুলিশের। স্থানীয় মানুষজনের দাবি, ডাম্পারটি দ্রুত গতিতে চলছিল।
ঘটনার পরেই জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য। যার ফলে তীব্র যানজট তৈরি হয়। ঘটনার পরেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।