WB Panchayat Election: হুমকি দিচ্ছে তৃণমূল! ঘরবন্দি হয়ে কাঁদছেন ময়ূরেশ্বরের সিপিএম প্রার্থী
সিপিএমের মহিলা প্রার্থীর অভিযোগ, রবিবার রাতে এসে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। তাঁর স্বামীর হাতে শনিবার চাকু মেরেছে। ভোটকেন্দ্রে গেলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ময়ূরেশ্বর: হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভয়ে গৃহবন্দি হয়ে বসে রয়েছেন সিপিএম প্রার্থী। এ রকমই ঘটনার দেখা মিলল বীরভূমের ময়ূরেশ্বরে। সেখানেও সোমবার হচ্ছে উপনির্বাচন। সেখানকার সিপিএমের মহিলা প্রার্থীর অভিযোগ, রবিবার রাতে এসে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। তাঁর স্বামীর হাতে শনিবার চাকু মেরেছে। ভোটকেন্দ্রে গেলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর জেরে মহিলা প্রার্থী ও তাঁর স্বামী যেতে পারছেন না ভোটকেন্দ্রে। যদিও এ নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ করেননি সিপিএম প্রার্থী। তাঁর ভয়, অভিযোগ করলে ভোটের পর ঘরবাড়ি আর আস্ত থাকবে না। তাঁদেরও প্রাণ সংশয়ের মুখে পড়বে। যদিও হুমকির অভিযোগ অস্বীকার করেছন স্থানীয় তৃণমূল প্রার্থী।
সিপিএম প্রার্থী সাইনা খাতুন কাঁদতে কাঁদতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, “আজ আমাকে ভোটকেন্দ্রে যেতে দিচ্ছে না। ওখানে সব গুন্ডারা দাঁড়িয়ে আছে। আগের দিন আমার স্বামীর হাতে চাকু মেরেছিল। গত কাল এসে তৃণমূলের লোকেরা হুমকি দিয়ে গিয়েছে। ভোট দিতে গেলে গ্রাম ছাড়া করে দেওয়ার কথা বলেছে। পুড়িয়ে মেরে দেবে বলেছে। আমার স্বামী বেরতে পারছে না। আমি একা কী করে যাব। আমি নাম করব না। অসুবিধা হয়ে যাবে।”
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী সঞ্জয় দাস। তিনি বলেছেন, “সিপিএম প্রার্থীর সঙ্গে লোক নেই। তিনি মিথ্যা অভিযোগ করছেন। খুব শান্তি ভোট হচ্ছে এখানে। কোনও অসুবিধা হয়নি।” এদিকে ময়ূরেশ্বরের ভোটাররাও ভয় দেখানোর অভিযোগ করেন। খবর পেয়ে সেন্ট্রাল ফোর্স ওই এলাকায় যায় এবং তারপরই ভোটাররাও ভোট দিতে বের হন।