Amit Shah: পঁচিশের আগেই মমতার সরকার ‘কা ডা রা রা ফুস’, কেষ্ট-ভূমে দাঁড়িয়ে শাহর চ্যালেঞ্জ

Bengal BJP: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ টি আসন জেতার টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। আর এই লক্ষ্যপূরণ হয়ে গেলে তৃতীয়বারের তৃণমূল সরকার মেয়াদ শেষের আগেই ধসে যাবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মোদীর সেনাপতি।

Amit Shah: পঁচিশের আগেই মমতার সরকার 'কা ডা রা রা ফুস', কেষ্ট-ভূমে দাঁড়িয়ে শাহর চ্যালেঞ্জ
সিউড়িতে অমিত শাহ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2023 | 10:13 PM

সিউড়ি: চৈত্র সংক্রান্তির চাঁদিফাটা রোদ্দুর। সিউড়িতে (Suri) বিয়াল্লিশ ডিগ্রি পেরিয়ে গিয়েছে পারদ। মাথার উপর গনগন করছে মাঝ দুপুরের রোদ্দুর। তারই মধ্যে বঙ্গ বিজেপির (BJP) নেতা-কর্মীদের ভোকাল টনিক দিয়ে গেলেন মোদীর সেনাপতি অমিত শাহ (Amit Shah)। টার্গেট বেঁধে দিলেন আসন্ন লোকসভা নির্বাচনের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ টি আসন জেতার টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। বললেন, ‘বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বিজেপির থেকেই। আর ২০২৪ সাল থেকে এর ট্রেলার শুরু করতে হবে। বাংলা থেকে ৩৫টি আসন জিতে নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।’ আর এই লক্ষ্যপূরণ হয়ে গেলে তৃতীয়বারের তৃণমূল সরকার মেয়াদ শেষের আগেই ধসে যাবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মোদীর সেনাপতি।

বললেন, ‘বাংলা থেকে ৩৫টির বেশি আসনে বিজেপিকে জিতিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করুন। আর তেমন হলে, আমি আশ্বাস দিচ্ছি… ২০২৫ সাল পর্যন্ত যেতে হবে না। ২০২৫ সালের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফুস হয়ে যাবে।‘ উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় উল্কাগতির উত্থান দেখেছিল বিজেপি। ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি নিজেদের দখলে এনেছিল। তারপর একুশের বিধানসভা নির্বাচনে ২০০ পারের হুঙ্কার দিলেও, অর্ধেক রাস্তা যাওয়ার আগেই থমকে গিয়েছিল বিজেপির রথ। যদিও পরিসংখ্যানগত দিক থেকে বিধানসভার আসন একলাফে অনেকটা বাড়িয়ে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। বঙ্গ বিজেপি নেতৃত্ব অবশ্য এর আগেই নীচুতলার কর্মীদের বলে রেখেছিল, এবার আরও বেশি আসন জিততে হবে লোকসভায়। তবে অমিত শাহ এদিন সিউড়ির সভা থেকে একেবারে টার্গেট বেঁধে দিলেন লোকসভা ভোটের জন্য। সঙ্গে এও প্রতিশ্রুতি দিয়ে রাখলেন, টার্গেট পূরণ হলে মমতার সরকার মেয়াদ পূরণ করতে পারবে না। ২০২৬ সালের পরবর্তী বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল সরকার পড়ে যাবে বলে হুশিয়ারি শাহর।

উল্লেখ্য, এর আগে যখন বঙ্গ বিজেপির তরফে যখন একাধিকবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল রাজ্যের সরকার ফেলে দেওয়ার বিষয়ে। যদিও সেই সময় দিল্লির বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিল, গণতান্ত্রিকভাবে নির্বাচন সরকারকে ফেলে দেওয়ার পক্ষে তারা নয়। তবে এবার বঙ্গ বিজেপির জন্য অমিত শাহর টার্গেট এবং সেই লক্ষ্যপূরণের পর তৃণমূল সরকার মেয়াদ পূরণের আগেই পড়ে যাওয়ার হুঁশিয়ারি স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার আগামী পঞ্চায়েতে বা লোকসভায় ময়দানে এই শাহী টনিক কতটা প্রভাব ফেলে ভোটবাক্সে।

যদিও অমিত শাহর এই হুঁশিয়ারির পর পাল্টা আসরে নেমেছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, ‘বিধানসভায় বাংলার নির্বাচিত সরকার রয়েছে। তাকে অসময়ে ফেলে দেওয়ার কথা কে বলছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এর মানে এটি একটি চক্রান্ত। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ছে। মনে রাখবেন, এই কথা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বেরোচ্ছে। তার মানে সমস্ত চক্রান্ত দিল্লি থেকে হচ্ছে। সেই কারণেই মাঝপথে সরকার ফেলার গল্প মুখ থেকে বেরিয়ে গিয়েছে।’