CBI: তৃণমূল ছেড়ে নতুন দল! ফের বিভাসকে তলব সিবিআইয়ের
CBI: এর আগে তাঁর নলহাটির বাড়ি, কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল সিবিআই। কলকাতার ফ্ল্যাটও সিল করে দেওয়া হয়। এবার তাঁকে তলব করতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, এই বিভাসের অনুগামীদের বিরুদ্ধে উঠেছিল টিভি-৯ বাংলার উপর আক্রমণের অভিযোগ।

নলহাটি: গত বছরের শেষদিকে ডেকেছিল সিবিআই (CBI)। এবার ফের বীরভূমের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস চন্দ্র অধিকারীকে ডেকে পাঠাল সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই তাঁকে তলব করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে ১৫ নভেম্বর নিজাম প্যালেসে যেতে দেখা গিয়েছিল বিভাসকে। যদিও তার আগে একাধিকবার তাঁর কাছে নোটিস গেলেও তিনি তা এড়িয়ে গিয়েছিলেন। এবার নতুন তলবে তিনি সাড়া দেন কিনা এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখেই এসেছিল বিভাসের নাম। সূত্রের খবর, ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বিভাসের। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে শোনা যায়। বীরভূমের নলহাটির কৃষ্ণপুর গ্রামে ডিএড ও বিএড কলেজ রয়েছে তাঁর। একইসঙ্গে রাজ্য ডিএড ও বিএড কলেজ সংগঠন পরিচালনাও করতেন বিভাস। নলহাটিতে তাঁর যে কলেজ রয়েছে সেটি সম্প্রতি সরকারি অনুমোদন হারিয়েছিল বলেও শোনা গিয়েছিল।
এর আগে তাঁর নলহাটির বাড়ি, কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল সিবিআই। কলকাতার ফ্ল্যাটও সিল করে দেওয়া হয়। এবার তাঁকে তলব করতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, এই বিভাসের অনুগামীদের বিরুদ্ধে উঠেছিল টিভি-৯ বাংলার উপর আক্রমণের অভিযোগ। অভিযোগ উঠে হামলার নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁর দুই গুণধর ছেলেকে। এই বিভাসই আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নতুন কী তথ্য হাতে পায় সেটাই দেখার।





