Panchayat Elections 2023: রাতারাতি দলবদল জয়ী প্রার্থীর, দুবরাজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জেতা আসন চলে গেল তৃণমূলে
Panchayat Elections 2023: প্রসঙ্গত, এই ১৭ নম্বর আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপি। স্কুটিনির পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী পথ খারিজ হয়ে যায়। মনোনয়ন প্রত্যাহার করেছিলেন বাম প্রার্থী।
দুবরাজপুর: পেরিয়ে গিয়েছে মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা (Panchayat Elections 2023)। এরইমধ্যে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার তৃণমূল (Trinamool Congress) প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের খবর আসছেই। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই উড়ছে সবুজ আবির। যদিও ঘাসফুল শিবিরের ভরা বাজারের মধ্যেও দুবরাজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসনের বিজেপি (BJP) প্রার্থী লক্ষ্মী মুর্মু। কিন্তু, জয়ের পরেই তিনি যোগ দিয়ে দিলেন তৃণমূলে। যা নিয়ে জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার পর এদিন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিতে দেখা গেল তাঁকে।
প্রসঙ্গত, এই ১৭ নম্বর আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপি। স্কুটিনির পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী পথ খারিজ হয়ে যায়। এরইমধ্যে একদিন আগে আবার সিপিআইএমের প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন লক্ষ্মী দেবী। কিন্তু, বিজেপির ওই প্রার্থী তৃণমূল যোগ দেওয়াতে সেই আসনটিও তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেল।
যদিও বিজেপির দাবি, গোটা রাজ্যে ‘ভয়ের’ রাজনীতি করছে শাসকদল। মনোনয়ন প্রত্যাহার থেকে দলবদল-সহ একাধিক ইস্যুতে বিরোধী প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তাতেও কাজ না হলে দেখানো হচ্ছে প্রলোভন। তারই ফল এই দলবদল। দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা বলছেন, “হুমকি দিয়ে, প্রলোভন দেখিয়ে লক্ষ্মী দেবীকে নিয়ে যাওয়া হয়েছে আসন দখলের জন্য। সবটাই হচ্ছে শাসকদলেন নেতাদের অঙ্গুলিহেলনে।” প্রসঙ্গত, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির মোট ৩০টি আসনের মধ্যে প্রথমেই ৬ টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার আরও একটি আসন তাঁদের দখলে চলে গেল।