Birbhum: ‘বারবার জয়ী হওয়া মানে দায়িত্ব বেড়ে যাওয়া…’, মহম্মদবাজারে গিয়ে বললেন শতাব্দী
Birbhum: বৃহস্পতিবার বীরভূমের মহম্মদবাজারে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ বলেন, "বারবার জয়ী হওয়া মানে দায়িত্ব বেড়ে যাওয়া। যে টাকা বরাদ্দ করা হবে সেই কাজ তাড়াতাড়ি করতে হবে। ১৫ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি অনেকে আগে বলেন কাজ করব।"
মহম্মদ বাজার: পঞ্চায়েত ভোট, পুরসভা ভোটের সময় যেভাবে লোকজন জেতাতে কাজ করা হয় লোকসভা ভোটের সময় সেটা হয় না। তবে ভোটের ফলাফল বের হতেই কার্যত সেই সুর বদলে গেল। বললেন, “বারবার জয়ী হওয়া মানে দায়িত্ব বেড়ে যাওয়া।”
বৃহস্পতিবার বীরভূমের মহম্মদবাজারে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ বলেন, “বারবার জয়ী হওয়া মানে দায়িত্ব বেড়ে যাওয়া। যে টাকা বরাদ্দ করা হবে সেই কাজ তাড়াতাড়ি করতে হবে। ১৫ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি অনেকে আগে বলেন কাজ করব। কিন্তু সেটা করেন না। আমি বারবার বলে যাই কাগজ দাও। টাকা ফেরত গেলে লোকের কাছে আপনাদের কৈফিয়ত দিতে হবে। ২০২৬ সাল এসে গেল। আবার একটি ভোট। তাই বসে থাকব না।”
যদিও, শতাব্দী এর আগে বলেছিলেন, “পঞ্চায়েত,পুরসভা ভোটে নিজের বা আত্মীয়দের জেতানোর জন্য যে কাজ করে লোকসভা ভোটে সেটা করে না।” উল্লেখ্য, এর আগে দুবরাজপুরে শাসক শিবিরের তরফে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই দুবরাজপুরের সেরা তিন ‘স্ট্রাইকারকে’ মেডেল দিয়েছিলেন শতাব্দী রায়। একেবারে খেলার মাঠে যেমন দেওয়া হয়, সেরকম মেডেল। দুবরাজপুর বিধানসভা কেন্দ্র থেকে যে তিনটি অঞ্চল সবথেকে বেশি লিড দিয়েছে এবারের ভোটে, সেই তিনটি অঞ্চলের নেতৃত্বের হাতে তুলে দেওয়া হয় এই সোনালি রঙের মেডেল।