অনুব্রত গড়ে নাড্ডার সফরের মাঝে বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তপ্ত ইলামবাজার
বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) বীরভূম (Birbhum) সফরকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজার। বিজেপি (BJP) কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে।
বীরভূম: বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) বীরভূম (Birbhum) সফরকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজার। বিজেপি (BJP) কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
বিজেপির অভিযোগ, এদিন বোলপুর বিধানসভা ইলামবাজার থানার অন্তর্গত ঘুড়িষা গ্রামে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী (Anirban Ganguly)-র নির্বাচনী প্রচারের আগেই তাদের বেশকিছু গাড়িতে ভাঙচুর চালানো হয়। প্রতিবাদ করতে গেলে কর্মীদের মারধর করা হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বীরভূম সফরকে লক্ষ্য করেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিংসা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ বিজেপির।
এই ঘটনার প্রতিবাদে ইলামবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, মঙ্গলবার তাঁদের প্রার্থীর প্রচার কর্মসূচি রয়েছে। অন্যদিকে দলের সর্বভারতীয় সভাপতিও এখন জেলায়। তাই কর্মী-সমর্থকদের ভয় দেখানোর জন্য তাদের বিনা প্ররোচনায় মারধর করছে তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে বলেও অভিযোগ।
আরও পড়ুন: মহামারিকালে বন্ধ হোক বাকি দফার ভোট, কমিশনকে চিঠি অধীরের
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। এর সঙ্গে কোনওভাবেই তাঁরা জড়িত নন। তাঁদের দাবি, মিথ্যা বদনাম দিয়ে এলাকাকে উত্তেজিত করছে বিজেপি। এটা তাদের রাজনৈতিক চাল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ।
অষ্টম তথা শেষ দফায় ভোট রয়েছে বীরভূম জেলায়। অনুব্রত মণ্ডলের গড় হিসাবে পরিচিত বীরভূমে এদিন সফরে আসেন জেপি নাড্ডা। প্রথমে সাঁইথিয়ায় রোড-শো করেন তিনি। পরে চিনপাইতে একটি জনসভা করেন। সেখান থেকে বোলপুরের একটি বসরকারি হোটেলে বুদ্ধিজীবী দের সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন জেপি নাড্ডা৷ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতারা এই বাংলাকে নীচে নিয়ে গিয়েছেন।