যুবকের দুটো হাতই কবজি থেকে কাটা, ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ, জল ঢালা হচ্ছিল রক্তে! তৃণমূল নেতার বাড়িতে চরম নৃশংসতা
ভোটের আগেই (West Bengal Assembly Election 2021) ফের বিস্ফোরণ বীরভূমে (Birbhum)। তৃণমূল (TMC) নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ (Bomb Blast)।
বীরভূম: ভোটের আগেই (West Bengal Assembly Election 2021) ফের বিস্ফোরণ বীরভূমে (Birbhum)। তৃণমূল (TMC) নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ (Bomb Blast)। ঘটনাকে ঘিরে উত্তেজনা বীরভূমের ময়ূরেশ্বরের দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের বানাশপুর গ্রামে।
সুত্রের খবর, সোমবার রাত ৯টা নাগাদ গ্রামের স্থানীয় তৃনমূল নেতা আনারুল শেখের বাড়িতে হঠাৎ বিস্ফোরণ হয়। তীব্র আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। দেখা যায়, বাড়ির একাংশ ভেঙে গিয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিস। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছেন এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তাঁর নাম জারমান শেখ। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীদের একাংশ অভিযোগ করছিল, তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল, তা থেকেই বিস্ফোরণ। ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: প্রচার শেষের পরেই বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ, উত্তপ্ত নিমতা
বিরোধীদের অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতে তৃণমূল এই কাজ করছে। গ্রামবাসীদের কথায় উঠে এসেছে চরম নৃশংসতার বর্ণনা। এক জন বললেন, “অনেকেই ওই ঘরে ছিলেন। রক্তাক্ত অবস্থায় ছটফট করছিল প্রত্যেকে। এক জন চেয়ারে বসে ছিল। জ্ঞান ছিল না কোনও, তাঁর দুটো হাতই উড়ে গিয়েছিল। অনেকে আবার ঘরের মেঝে ধুয়ে রক্ত পরিষ্কার করছিলেন। ক’জনের মৃত্যু হয়েছে বলা যাবে না. অনেকেই আহত। তবে রাতে হোয়াটসঅ্যাপে এক জনের ছবি দেখে ভয় পেয়ে গেছিলাম। ওঁর হাত দুটো ছিল না।”
প্রাথমিক তদন্তের পর পুলিশেরও তাই অনুমান। আনারুল শেখের বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল আর তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। তবে আরেকটি বিষয়ও মনে করছে পুলিশ। আনারুলের বাড়িতে বোমা মজুত করে রাখা থাকতে পারে। যা থেকে বিস্ফোরণ হয়। তদন্ত চলছে।