Panchayat Elections 2023: পানীয় জলের অভাব থেকে আবাস দুর্নীতি, প্রচারে বেরতেই শতাব্দীকে ঘিরে ক্ষোভ সাধারণের
West Bengal Panchayat Polls: রবিবার সকালে প্রচারে বের হন এই তারকা সাংসদ। সেই সময় কয়েকজন মহিলা এসে ঘিরে একের পর এক অভিযোগ করতে শুরু করে তাঁকে ঘিরে। আবাস দুর্নীতি থেকে শুরু হয় অভিযোগের তালিকা।
বীরভূম: একসময় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ‘দিদির দূত’ হয়ে বেরিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেই ঘটনার এবার পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়েও ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল এই নেত্রীকে। বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের বড়গ্রামের ঘটনা।
রবিবার সকালে প্রচারে বের হন এই তারকা সাংসদ। সেই সময় কয়েকজন মহিলা এসে ঘিরে একের পর এক অভিযোগ করতে শুরু করে তাঁকে ঘিরে। আবাস দুর্নীতি থেকে শুরু হয় অভিযোগের তালিকা। তারপর রাস্তা খারাপ থেকে শুরু করে পানীয় জলের সমস্যা প্রতিটি বিষয় তুলে ধরেন সাংসদকে। চলে বিক্ষোভ। অধিকাংশই বলেন যে যাঁদের ঘর রয়েছে তাঁদেরকেই আবাসের বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে ত্রিপল চেয়ে পাওয়া যায় না। ড্রেন নেই। বর্ষায় সমস্যা।
যদিও, সমস্যা সমাধানের আশ্বাস দেন শতাব্দী। বলেন, “সরকারের নির্দিষ্ট বাজেট থাকে। একটি পরিবারের একাধিক ছেলে। এবং তাঁদের পৃথক পৃথক বাড়ি চাওয়া হচ্ছে। সে কারণেই এই সমস্যা তৈরি হচ্ছে।”
যদিও, বিক্ষোভের এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বীরভূমের জেলার বিজেপি সহ-সভাপতি দীপক দাস বলেন, “এটা ব্যক্তিগত ভাবে শতাব্দী রায়কে নিয়ে বিক্ষোভ নয়। তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ক্ষোভ। বর্তমানে তৃণমূলের প্রচারে যারাই যাবেন তাঁদেরকেই মানুষ ঘিরে ধরে বিক্ষোভ দেখাবেন। কারণ তাঁরা কোনও কাজ করেনি।”