Cooch Behar: রাতে চুরি ২৬ ছাগল, মাথায় ৩ লাখের ঋণের বোঝা নিয়ে পথ অবরোধে গৌরাঙ্গ
Cooch Behar: মঙ্গলবার রাতে গৌরাঙ্গ পালের বাড়ি থেকে ২৬টি ছাগল চুরি হয়ে যায়। এর আগেও তাঁর বাড়ি থেকে ৯টি ছাগল চুরি হয়েছে। থানায় লিখিত অভিযোগও করেছিলেন। ফের একবার একই ঘটনার প্রতিচ্ছবি ঘটায় ক্ষোভে ফুঁসছেন তুফানগঞ্জের ওই ব্যক্তি।
কোচবিহার: ছাগল পুষেই চলে সংসার। কিন্তু, এক রাত আগে চুরি গিয়েছে একপাল ছাগল। তাতেই ক্ষোভে ফুঁসছেন তুফানগঞ্জ ১ নং ব্লকের চিলাখানা ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গৌরাঙ্গ পাল। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। কেরোসিন তেল নিয়ে দেন আত্মহত্যার হুমকিও। ঘটনায় জোর শোরগোল এলাকায়।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে গৌরাঙ্গ পালের বাড়ি থেকে ২৬টি ছাগল চুরি হয়ে যায়। এর আগেও তাঁর বাড়ি থেকে ৯টি ছাগল চুরি হয়েছে। থানায় লিখিত অভিযোগও করেছিলেন। ফের একবার একই ঘটনার প্রতিচ্ছবি ঘটায় ক্ষোভে ফুঁসছেন তুফানগঞ্জের ওই ব্যক্তি। এরই প্রতিবাদে এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তিনি। তার জেরে বেশ কিছুক্ষণ এলাকায় ব্যাপক যানজটেরও সৃৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশের আশ্বাসেই শেষ পর্যন্ত অবরোধ তোলেন তিনি।
ঘটনায় গৌরাঙ্গ পাল বলছেন, “এর আগেও আমার ছাগল চুরি হয়েছিল। থানায় অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু, কোনও সুরাহা হয়নি। গতকাল রাতে ফের ছাগল চুরি হয়েছে। সে কারণেই এদিন পথ অবরোধ করি। আমি অনেক টাকা ঋণ নিয়ে ছাগল কিনেছিলাম। ঘরও করেছিলাম। ফার্ম তৈরি করেছিলাম। তিন লাখ টাকা ঋণ নিয়েছিলাম। আমি এর কোনও সুরাহা না পেলে আত্মহত্যা করতে বাধ্য হব।”