Mathabhanga Chaos: জুয়ার আসর বন্ধ করতে গিয়ে মার খেলেন খোদ পুলিশ কর্তা, কাঠগড়ায় দাপুটে তৃণমূল নেতার দলবল
Coochbehar: বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ও দশরথ বর্মণ। গোটা ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতা ফটিক দাস ও তার অনুগামীদের।
মাথাভাঙা (কোচবিহার): জুয়ার বিরুদ্ধে অভিযানে নেমেছিলেন। পরে জুয়াড়িদের হাতে মার খেতে হল খোদ থানার এএসআই (ASI)-কে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ও দশরথ বর্মণ। গোটা ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতা ফটিক দাস ও তার অনুগামীদের।
কোচবিহারের মাথাভাঙার ঘটনা। জুয়ার বিরুদ্ধে অভিযানে নেমে মাথাভাঙা খাটের বাড়ি এলাকার দাপুটে তৃণমূল নেতা ফটিক দাস ও তার দলবলের হাতে বেধড়ক মার খেলেন মাথাভাঙা থানার এএসআই দশরথ বর্মণ।
জানা গিয়েছে, মাথাভাঙার বিভিন্ন এলাকায় বেআইনি ওয়ান ডিজিট লটারির কারবার চালাচ্ছিল এলাকার সমাজবিরোধীরা। এই ওয়ান ডিজিট লটারির বিরুদ্ধে অভিযানে নামে মাথাভাঙা থানার পুলিশ। অভিযানে ছিলেন এএসআই দশরথ বর্মণ। তিনি সংশ্লিষ্ট এলাকায় এলাকায় গেলে দেখতে পান সেখানে এই ওয়ান ডিজিট লটারি চলছে রমরমিয়ে। অভিযোগ, সেই কারবারে হাত রয়েছে এলাকার দাপুটে তৃণমূল নেতার। এবার পুলিশ কর্তাকে দেখেই তৃণমূলের ফটিক দাস সহ তার অনুগামীরা অতর্কিতে হামলা চালায় তাঁর উপর। ঘটনায় গুরুতর জখম অবস্থায় দশরথ বাবুকে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মীরা। খবর পেয়ে প্রচুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও, কাউকেই গ্রেফতার করতে পারেননি তাঁরা।
এই ওয়ান ডিজিট লটারি বিরুদ্ধে বারংবার সোচ্চার হয়েছেন অনেকে। সমাজবিরোধীদের এহেন কীর্তিকলাপ পুলিশের সুরক্ষা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এই ঘটনায় আহত পুলিশ অফিসার বলেন, ‘আমি কর্তব্যরত অবস্থায় ছিলাম। একটা খবর পাই যে ওয়ান ডিজিট লটারির কারবার চলত। আমি ওইখানে যাওয়া মাত্রই আমার উপর হামলা চালায় ওরা। কয়েকদিন আগেও পুলিশ ধরপাকড় করেছিল। আমি যদিও, বুঝতে পারিনি কেন ওরা আমায় মারধর করল।’ এই ঘটনার নিন্দা জানিয়ে তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্র নাথ বর্মণ বলেন, ‘পুলিশকে কত মারধর হয়েছে তা আমি দলীয় ভাবে খতিয়ে দেখছি। দল ছাড়াও যে কোনও ব্যক্তি যদি কর্তব্যরত কোনও পুলিশ অফিসারের বিরুদ্ধে চড়াও হয় তা অবশ্যই নিন্দনীয়।’