Nisith Pramanik: ‘পাগলে কি না বলে…ওদের উত্তর দিতে রুচিবোধে আটকায়’, উদয়নকে জবাব নিশীথের

Nisith Pramanik: উদয়ন গুহ এক সভা থেকে বলেছিলেন, 'বিরোধীরা কেউ প্রার্থী দিতে পারবেন না।'  TV9 বাংলার মুখোমুখি হয়ে নাম না করে সেই উদয়ন গুহকেই বিঁধলেন দিনহাটার সাংসদ।

Nisith Pramanik: 'পাগলে কি না বলে...ওদের উত্তর দিতে রুচিবোধে আটকায়', উদয়নকে জবাব নিশীথের
নিশীথ প্রামাণিক
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 12:05 PM

কোচবিহার: মনোনয়ন পেশের বহর দেখেই বোঝা যাচ্ছে, তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। মনোনয়ন পেশের সময়সীমা শেষ হওয়ার ২ দিন আগে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্য জুড়ে বিজেপি প্রার্থীরা যে ভাবে মনোনয়ন জমা দিচ্ছেন, তা উল্লেখ করে নির্বাচনের ফল নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি। ভোট ঘোষণার আগে বিরোধীরা প্রার্থী দিতে পারবে না বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছিলেন, তার জবাবে নিশীথ বলেছেন, ‘পাগলে কি না বলে!’

উদয়ন গুহ এক সভা থেকে বলেছিলেন, ‘বিরোধীরা কেউ প্রার্থী দিতে পারবেন না।’  TV9 বাংলার মুখোমুখি হয়ে নাম না করে সেই উদয়ন গুহকেই বিঁধলেন দিনহাটার সাংসদ নিশীথ প্রামাণিক। তিনি বলেন, “একটা কথা আছে- পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এদের বক্তব্য ২ মিনিট পরপর বদলাতে পারে। এই সব মন্তব্যের উত্তর দিতে আমার রুচিবোধে আটকায়।”

নিশীথ প্রামাণিক মনে করিয়ে দিয়েছেন, কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ থেকেই ‘নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, মনোনয়নের দ্বিতীয় দিনে সেই দিনহাটা ২ নম্বর ব্লক থেকেই বিজেপি সর্বাধিক মনোনয়ন জমা দিয়েছে। তিনি বলেন, “এর থেকেই বোঝা যাচ্ছে তৃণমূলের শেষের শুরু।”

নিশীথের দাবি, তৃণমূল ভয় পাচ্ছে। মানুষ যে ভাবে স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সঙ্গ দিচ্ছে, তাতে তৃণমূলের ভয় পাওয়ারই কথা বলে মনে করেন তিনি। অপরাধের সাজা তৃণমূলকে পেতে হবে বলেও মন্তব্য করেছেন নিশীথ।