বীরভূম বাদে বাংলার সব জেলায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা, রাজ্যের সার্বিক ছবিটা কেমন?

মঙ্গলবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে ১৩৭ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৭২২ জন। সুস্থতার হার ৯৩.২০ শতাংশ।

বীরভূম বাদে বাংলার সব জেলায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা, রাজ্যের সার্বিক ছবিটা কেমন?
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jun 01, 2021 | 10:37 PM

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সু্স্থতার পথে এগোচ্ছে বাংলা। গত ৪০ দিনে মঙ্গলবার প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ১০ হাজারের নীচে। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। শুধুমাত্র বীরভূমেই সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাকি সব জেলায় তা নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৮জন। সোমবার মৃত- ০, মঙ্গলবার মৃত- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭৪ জন। সোমবার মৃত ০, মঙ্গলবার মৃত- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫৫ জন। সোমবার মৃত ৪। মঙ্গলবার মৃত ৫।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৮ জন। সোমবার মৃত ১। মঙ্গলবার মৃত ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮৭। সোমবার মৃত ৯। মঙ্গলবার মৃত ৭।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫৬ জন। সোমবার মৃত ২। মঙ্গলবার মৃত ০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৯ জন। সোমবার মৃত ০। মঙ্গলবার মৃত ২।

মালদহ– গতকাল আক্রান্ত ১৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২১ জন। সোমবার মৃত ০। মঙ্গলবার মৃত ০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮২ জন। সোমবার মৃত ২। মঙ্গলবার মৃত ৫।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৪২ জন। সোমবার মৃত ৯। মঙ্গলবার মৃত ৬।

অলংকরণ- অভীক দেবনাথ

বীরভূম– গতকাল আক্রান্ত ১৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। সোমবার মৃত ২। মঙ্গলবার মৃত ৩।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৭ জন। সোমবার মৃত ১। মঙ্গলবার মৃত ১।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩১ জন। সোমবার মৃত ৪। মঙ্গলবার মৃত ৩।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৯ জন। সোমবার মৃত ০। মঙ্গলবার মৃত ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২৭ জন। সোমবার মৃত ২। মঙ্গলবার মৃত ২।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬৪ জন। সোমবার মৃত ৭। মঙ্গলবার মৃত ২।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬৬ জন। সোমবার মৃত ০। মঙ্গলবার মৃত ৪।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭৭ জন। সোমবার মৃত ৫। মঙ্গলবার মৃত ৪।

হাওড়া– গতকাল আক্রান্ত ৭৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩১৫ জন। সোমবার মৃত ৫। মঙ্গলবার মৃত ৮।

হুগলি– গতকাল আক্রান্ত ৬৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০২৭ জন। সোমবার মৃত ৭। মঙ্গলবার মৃত ৫।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৩৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০২৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৭৪ জন। সোমবার মৃত ৩৩। মঙ্গলবার মৃত ৩৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৮৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭৫ জন। সোমবার মৃত ১০। মঙ্গলবার মৃত ১৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৩২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৫৯ জন। সোমবার মৃত ২৮। মঙ্গলবার মৃত ৩২।

অন্যদিকে, মঙ্গলবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে ১৩৭ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৭ হাজার ৭২২ জন। সুস্থতার হার ৯৩.২০ শতাংশ।