ভয়ঙ্কর দৃশ্য! দাউ দাউ করে জ্বলছে কয়েকশো বিঘা জমির গম

সম্প্রতি হরিরামপুর ব্লকের বংশীহারী ও বালুরঘাট ব্লকে গম ক্ষেতে আগুন (Fire) লাগার ঘটনা ঘটে।

ভয়ঙ্কর দৃশ্য! দাউ দাউ করে জ্বলছে কয়েকশো বিঘা জমির গম
এভাবেই জ্বলছে গমের ক্ষেত।
Follow Us:
| Updated on: Apr 05, 2021 | 12:03 AM

দক্ষিণ দিনাজপুর: গমের নাড়া পোড়াতে গিয়ে পুড়ে গেল কয়েকশো বিঘা জমির গম। রবিবার বিকেলে আগুন লাগার বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় হরিরামপুরের সোনাহানে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নেভাতে হাত লাগায় স্থানীয় প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা। যদিও এদিন রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

রাত অবধি দাউ দাউ করে জ্বলছে বিঘার পর বিঘা জমির গম। আগুন আয়ত্তে আনার সবরকম চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পরই কত বিঘা জমির গম নষ্ট হয়েছে ও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যাবে।

আরও পড়ুন: কান্দিতে কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য বাঁচল প্রাণ

সম্প্রতি হরিরামপুর ব্লকের বংশীহারী ও বালুরঘাট ব্লকে গম ক্ষেতে আগুন লাগার ঘটনা ঘটে। রবিবার ফের হরিরামপুরে গম ক্ষেতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগুনের লেলিহান শিখা এতটাই প্রবল ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকে আগুন লাগার দৃশ্য নজরে আসছিল। দাউ দাউ করে জ্বলতে থাকায় আগুন নেভাতে কাছে যেতে পারছিলেন না দমকলকর্মী থেকে স্থানীয়রা।