TMC: চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, ভাইরাল তৃণমূল নেতার ভিডিয়ো

Balurghat: প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে টাকা দেওয়ার মুহূর্ত ধরা পড়েছে। পাশাপাশি বলতে শোনা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে হয়ে যেতে পারে অথবা পঞ্চায়েত নির্বাচনের পরেই চাকরি হয়ে যেতে পারে।

TMC: চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, ভাইরাল তৃণমূল নেতার ভিডিয়ো
সুকান্ত মজুমদারের পোস্ট ঘিরে হইচই।
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2023 | 11:50 AM

বালুরঘাট: চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। বিজেপির রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি। তবে এই ঘটনাকে সামনে রেখে হইচই পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট (Balurghat) এলাকায়। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জেলায় আসছেন। জনসভা, জনসংযোগ করবেন তিনি। তার আগে এমন অভিযোগ অস্বস্তি বাড়াচ্ছে শাসকশিবিরে।

সোমবার রাত থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত তপন ব্লকের তৃণমূল সভাপতি অনাদি লাহিড়ীর চাকরি দেওয়ার নামে টাকা তোলার একটি ভিডিয়ো ভাইরাল হয়। যা নিয়ে জেলার রাজনীতি শোরগোল পড়েছে। তবে তপন ব্লক সভাপতি অনাদি লাহিড়ীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে টাকা দেওয়ার মুহূর্ত ধরা পড়েছে। পাশাপাশি বলতে শোনা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে হয়ে যেতে পারে অথবা পঞ্চায়েত নির্বাচনের পরেই চাকরি হয়ে যেতে পারে। এই ঘটনায় সরব হয়েছে জেলা বিজেপি। এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, তৃণমূলে নবজোয়ারের সময় তৃণমূলের যে তোলাবাজি তা আবারও সামনে এলো। তিনি আরও বলেন, “অনাদি লাহিড়ীকে পরিষ্কার শোনা যাচ্ছে চাকরি করে দেবেন বলতে।”

তবে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার জানান, একটি ভিডিয়ো দেখেছি। তবে তার সত্যতা যাচাই করে দেখতে হবে। যদি সত্যতা থাকে তবে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।