বয়সে বড় বিবাহিত মহিলার সঙ্গে প্রেম, রেগে খুন বাবা, নিজের হাতে কাটলেন ছেলের গলা!
স্থানীয়রা জানিয়েছেন, মৃত হায়দার মল্লিক নামের ১৯ বছরের ওই যুবক চণ্ডীপুরের বাসিন্দা। নোদাখালির এক বয়সে বড় বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন হায়দার। ওই মহিলার একটি দেড় বছরের সন্তানও রয়েছে। মঙ্গলবার রাতে, হায়দার ওই মহিলাকে নিয়ে নিজের বাড়িতে আনায় তাঁর বাবা সমীর মল্লিক মানতে পারেননি।
উত্তর ২৪ পরগনা: নিজের ছেলের সঙ্গে বয়সে বড় বিবাহিত মহিলার সম্পর্ক (Affair) মেনে নিতে পারেননি বাবা। ‘অপরাধের শাস্তি’ হিসেবে নিজেই কাটলেন ছেলের গলা! পরে অনুতপ্ত হয়ে থানায় গিয়ে আত্মসমপর্ণও করলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বজবজের চণ্ডীপুরে।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত হায়দার মল্লিক নামের ১৯ বছরের ওই যুবক চণ্ডীপুরের বাসিন্দা। নোদাখালির এক বয়সে বড় বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন হায়দার। ওই মহিলার একটি দেড় বছরের সন্তানও রয়েছে। মঙ্গলবার রাতে, হায়দার ওই মহিলাকে নিয়ে নিজের বাড়িতে আনায় তাঁর বাবা সমীর মল্লিক মানতে পারেননি। চাপা রাগে ফুঁসতে থাকেন সমীর। সেই সময়ে, পাড়ার প্রতিবেশীরা সিদ্ধান্ত নেন, হায়দার নিজের বাড়িতেই থাকবেন আর ওই মহিলা থাকবেন এক প্রতিবেশীর বাড়িতে। কিন্তু, সুরাহা হয়নি। জল এতদূর গড়ায় যে থানা পুলিশও হয়। বৃহস্পতিবার সকালে, হায়দার তাঁর বাবার সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে বিবাদ চরমে ওঠে।
সেইসময়, হায়দারের বাবা সমীর ছেলেকে পার্শ্ববর্তী একটি মাঠে টেনে নিয়ে ধারালো অস্ত্র ছেলের গলা কেটে খুন করেন (Murder)। রাগের মাথায় খুন করার পরেই অনুতপ্ত সমীর সঙ্গে সঙ্গে বজবজ থানায় গিয়ে খুনের (Murder) কথা স্বীকার করে আত্মসমপর্ণ করেন। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। মাঠ থেকেই হায়দারের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে (Postmortem) পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে হায়দারের বাবা সমীর মল্লিককেও।
আরও পড়ুন: মাংস কাটার ছুরি দিয়ে মেয়ের গলায় কোপ! খুনের চেষ্টার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে