প্রেমিকার ফোন পেয়ে ছুটে গিয়ে জুটল মার, নার্সিংহোমে রক্তাক্ত যুবক
TV9 বাংলা ডিজিটাল: ‘প্রেমিকা’র সঙ্গে দেখা করতে গিয়ে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল এক যুবককে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা (Gaighata)-এর ঘটনা। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে গাইঘাটা (Gaighata) থানার পুলিস (Police)। শনিবার তাদের বনগাঁ আদালতে তোলা হয়। সূত্রের খবর, ধৃতরা প্রত্যেকেই ওই কিশোরীর আত্মীয়। মাটিকুমড়ার বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মাটিকুমড়ার এক কিশোরীর সঙ্গে প্রেমের […]
TV9 বাংলা ডিজিটাল: ‘প্রেমিকা’র সঙ্গে দেখা করতে গিয়ে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল এক যুবককে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা (Gaighata)-এর ঘটনা। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে গাইঘাটা (Gaighata) থানার পুলিস (Police)। শনিবার তাদের বনগাঁ আদালতে তোলা হয়। সূত্রের খবর, ধৃতরা প্রত্যেকেই ওই কিশোরীর আত্মীয়। মাটিকুমড়ার বাসিন্দা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মাটিকুমড়ার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় আমকোলার প্রীতম দেবনাথ। গত বৃহস্পতিবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানেই প্রেমিকার আত্মীয়রা তাঁর উপর চড়াও হয়। অভিযোগ, চার পাঁচজন মিলে ঘিরে ধরে প্রীতমকে। মাটিতে ফেলে শুরু করে বেধড়ক মারধর।
আরও পড়ুন: আজ সপ্তমী, করোনা আবহে চন্দননগর মেতেছে জগদ্ধাত্রী বন্দনায়
প্রীতমের আত্মীয়দের অভিযোগ, ওই মেয়েটির ফোন পেয়েই প্রীতম রাত সাড়ে ১০টা নাগাদ মাটিকুমড়ায় গিয়েছিলেন। প্রেমিকার বাড়ির সামনে যেতেই তাঁর উপর চার, পাঁচ জন ঝাঁপিয়ে পড়ে। মাথায় মারার পাশাপাশি মেরে হাতের আঙুল ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।
আরও পড়ুন: চালু হোক পর্যটন দফতরের বাস, দাবি সাগরমুখী পর্যটকদের
যদিও ওই কিশোরীর পরিবারের দাবি, তাদের কেউ মারধরে যুক্ত নয়। উল্টে প্রীতমকেই কাঠগড়ায় তোলে তারা। অভিযোগ তোলে, প্রীতম জোর করে তাদের মেয়েকে সম্পর্কে জড়ায়। এদিন রাতেও জোরজবরদস্তি করেই বাড়ির সামনে দেখা করতে চেয়েছিল। যদিও প্রীতমের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে গাইঘাটা (Gaighata) পুলিস।