Uttarpara: যুবতীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ৪
নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, "আবাসিক ওই যুবতী খুবই মেধাবী। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের পার্টি অফিসে এসেছিলেন। আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে। অভিযুক্ত এখন আর তৃণমূল করেন না।"

উত্তরপাড়া: বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার হয় চারজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার চারজনকে গ্রেফতার করে। ইতিমধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ ওই হোমের কর্ণধার, সেক্রেটারি সহ দুই কর্মীকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। জানা যাচ্ছে, হোমের সেক্রেটারি আবার নবগ্রাম পঞ্চায়েতে প্রাক্তন তৃণমূল সদস্য।
নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, “আবাসিক ওই যুবতী খুবই মেধাবী। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের পার্টি অফিসে এসেছিলেন। আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে। অভিযুক্ত এখন আর তৃণমূল করেন না।”
বিজেপির নবগ্রাম মণ্ডল সভাপতি রাজেশ রজক বলেন, “ওঁকে আমরা চিনি। ওর অনেকগুলো রূপ আছে। তৃণমূলের সদস্য ছিলেন। যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক। তৃণমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠাবসা তো থাকবেই।” যদিও হোমের কর্মীদের একাংশ জানান, হোমের কর্ণধার ভাল লোক। তারা দীর্ঘদিন দেখছেন কখনও খারাপ কিছু চোখে পরেনি।
বস্তুত, সম্প্রতি উত্তরপাড়ার একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করে পালিয়ে যায় দুই আবাসিক। কয়েকমাস আগে অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। উত্তরপাড়ার বেসরকারি হোম এবং নেশা মুক্তি কেন্দ্রে গুলোর বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার।
