Hooghly: মুরগির খামারে মাছির উপদ্রব! সংঘর্ষে আহত ৮
Hooghly: সোমবার বিএলআরও অফিস থেকে যে জায়গায় খামার সেই জায়গা মাপ করতে যায়।সেখানে দুই পক্ষ জড়ো হয়।মাছির উপদ্রব হওয়া নিয়ে তর্কাতর্কি থেকে মারামারি শুরু হয়ে যায়। বাঁশ, বটি, কাটারি নিয়ে দুই পক্ষ একে অপরকে মারে।
হুগলি: মুরগির খামার থেকে মাছির উপদ্রব। দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ। গ্রামবাসীদের বিবাদের জেরে সংঘর্ষ, আহত দু’পক্ষের ৮ জন। পাণ্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রামপঞ্চায়েতের পোটবা গ্রামের ঘটনা। এই গ্রামে রয়েছে কয়েকটি মুরগির খামার।শেখ জামশেদের খামার থেকে দুর্গন্ধ ছড়ায় এবং মাছির উপদ্রব হয় বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ অনেক দিনের।
সোমবার বিএলআরও অফিস থেকে যে জায়গায় খামার সেই জায়গা মাপ করতে যায়।সেখানে দুই পক্ষ জড়ো হয়।মাছির উপদ্রব হওয়া নিয়ে তর্কাতর্কি থেকে মারামারি শুরু হয়ে যায়। বাঁশ, বটি, কাটারি নিয়ে দুই পক্ষ একে অপরকে মারে। মাথা ফেটে দুই পক্ষের ৮জন আহত হয়। আহতদের প্রথমে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখান থেকে একজনকে চুঁচুড়ার স্থানান্তরিত করা হয়।
ফার্ম মালিকের দাবি, “যাঁরা দূষনের অভিযোগ করছেন, তাঁরাই মসজিদের জমিতে ধান শুকোন।সে টা বলায় আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালায়।” গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বলা হলেও দূষণ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়নি। মাছির জন্য থাকা দায়। সেটা বলতে যাওয়ায় বাঁশ দিয়ে মারে।