Hooghly Durgapujo 2023: যাঁরা কটাক্ষ করেন, তাঁরাও বাইরে থেকে বাংলার পুজোর উদ্বোধনে আসছেন: ঋতব্রত

Hooghly Durgapujo 2023: তিনি বলেন, "দিল্লিতে কিছু লোক বলেন বাংলায় দুর্গা পূজা হয় না, কিন্তু পুজোর উদ্বোধনে তো তাঁরাও আসছেন।" তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার দুর্গা পূজা বিশ্বজনীন হয়েছে।"

Hooghly Durgapujo 2023:  যাঁরা কটাক্ষ করেন, তাঁরাও বাইরে থেকে বাংলার পুজোর উদ্বোধনে আসছেন: ঋতব্রত
পুজোর উদ্বোধনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 8:04 AM

হুগলি:  তারকেশ্বরে পুজো উদ্বোধন করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে তারকেশ্বর দেশবন্ধু ক্লাবের পূজার ফিতে কাটেন তিনি। দেশবন্ধু ক্লাবের পুজো এবারে ১৪ তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের থিম ঐকসুর।

পূজা উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ” বেশ কয়েকটি পূজার উদ্বোধন করলাম। প্রত্যেক বছর এই সময়টার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। তবে আমার ব্যক্তিগত মত, এবারের মানুষের মধ্যে উন্মাদনা একটু বেশিই। শয়ে শয়ে মানুষ প্রতিমা দেখতে বের হচ্ছেন।” তিনি নিজেও জানালেন,  জেলার বিভিন্ন প্রান্তে প্রতিমা দর্শনের পর কলকাতাতেই সময় কাটাবেন।

বিজেপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “দিল্লিতে কিছু লোক বলেন বাংলায় দুর্গা পূজা হয় না, কিন্তু পুজোর উদ্বোধনে তো তাঁরাও আসছেন।” তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার দুর্গা পূজা বিশ্বজনীন হয়েছে।” বহিরাগতদের স্বাগত জানিয়েছেন তিনি।

‘কলকাতার দুর্গাপুজো’-কে ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় যুক্ত করা হয়েছে। তা নিয়েও ঋতব্রত বলেন, “আমাদের পুজো এখন গোটা বিশ্বে পূজিত। মুখ্য়মন্ত্রীর হাত ধরে আমাদের বাংলার পুজো যে স্থানে পৌঁছেছে, তা সত্যিই অতুলনীয়।”