Tarakeshwar: সামান্য কথা কাটাকাটিতে প্রাণ চলে গেল আলু চাষির, পিটিয়ে খুনের অভিযোগে তুলকালাম তারকেশ্বরে
Tarakeshwar: স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে পাঁচগেছিয়া থেকে চাষিদের থেকে আলু কিনে ইঞ্জিন ভ্যানে করে পিয়াসারা নিয়ে যাচ্ছিলেন রাখাল ঘোষ ও তাঁর ছেলে। সেই সময় রাস্তায় সাইড দেওয়া নিয়ে বেশ কয়েক জনের সঙ্গে শুরু হয় বচসা। তা থেকেই যত কাণ্ড।

তারকেশ্বর: সামান্য কথা কাটাকাটি। তা থেকেই রক্তারক্তি কাণ্ড। পিটিয়ে খুনের অভিযোগ উঠল বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় তারকেশ্বর থানার পাঁচগেছিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার-সহ হুগলি গ্রামীণ পুলিশের একাধিক থানার আধিকারিক ও পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রাখাল চন্দ্র ঘোষ (৬০)। রাখালের বাড়ি তারকেশ্বরের রামচন্দ্র পুর এলাকায়। কিন্তু, মূল ঘটনার সূত্রপাত কোথা থেকে?
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে পাঁচগেছিয়া থেকে চাষিদের থেকে আলু কিনে ইঞ্জিন ভ্যানে করে পিয়াসারা নিয়ে যাচ্ছিলেন রাখাল ঘোষ ও তাঁর ছেলে। সেই সময় রাস্তায় সাইড দেওয়া নিয়ে বেশ কয়েক জনের সঙ্গে শুরু হয় বচসা। অভিযোগ, বচসার মধ্যে ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়ে রাখাল ঘোষের মাথায় মারা হয়। প্রত্যদর্শীদের অনেকেই জানাচ্ছেন ঘটনাস্থলে মৃত্যু হয় রাখালের। যদিও মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকেরা।
অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার লোকজন। একইসঙ্গে মৃতের ছেলকে কাজ দেওয়ার দাবিও উঠেছে। ঘটনাস্থলে পুলিশ যেতেই তাঁদের ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসী থেকে মৃতের আত্মীয়রা। ঘটনায় নাম জড়িয়েছে এলাকারই বেশ কিছু যুবকের। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের রেহাত করা হবে না। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে।





