TMC-BJP Clash: শুভেন্দুর জনসভায় যাওয়ার পথে হামলা, BJP কর্মীদের মারধর, অভিযুক্ত TMC
TMC-BJP Clash: ঘটনাস্থল আরামবাগের বোলুন্ডি এলাকা। জানা গিয়েছে, রবিবার বিকেলে আরামবাগে শুভেন্দু অধিকারীর জনসভা ও র্যালি ছিল। সেই সভায় যোগ দিতে আসছিলেন কয়েকজন বিজপি কর্মী। জানা গিয়েছে, মলয়পুর থেকে আরামবাগের বোলুন্ডিতে আসছিলেন তারা।
আরামবাগ: উত্তপ্ত হুগলির আরামবাগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপি কর্মীদের আসতে বাধা দেওয়া অভিযোগ তৃণমূল কর্মীদের। শুধু তাই নয়, মারধরের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে খবর।
ঘটনাস্থল আরামবাগের বোলুন্ডি এলাকা। জানা গিয়েছে, রবিবার বিকেলে আরামবাগে শুভেন্দু অধিকারীর জনসভা ও র্যালি ছিল। সেই সভায় যোগ দিতে আসছিলেন কয়েকজন বিজপি কর্মী। জানা গিয়েছে, মলয়পুর থেকে আরামবাগের বোলুন্ডিতে আসছিলেন তারা। অভিযোগ, সেখানেই তাদের আটকে রেখে মারধর করেন তৃণমূল কর্মীরা। যার জেরে আক্রান্ত হন বিজেপি কর্মী-সমর্থকরা।
খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছয়। তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনার কথা অস্বীকার করেছেন। বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, “আজ বিরোধী দলনেতার আসার কথা। কিন্তু আজ যখন আমাদের লোকজন আসছিল সেই সময় তাদের ছেলেদের বাইক ভাঙচুর করা হয়েছে। জখম করা হয়েছে। আমরা পুলিশকে বলেছি। পুলিশ গিয়েছে।”আহত এক বিজেপি কর্মী বলেন, “আমাদের মোটর সাইকেল ভেঙে দিয়েছে। মারছে। ওরা জিজ্ঞাসা করছে আমরা বিজেপি করি কি না। আমরা হ্যাঁ বলতেই মারতে শুরু করল।”