পাখা ঘোরাতে গিয়ে বিপত্তি! মকপোলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার শ্রীরামপুরের ডেনিস গভর্নর হাউসে চলছিল লোকসভার নির্বাচনের প্রস্তুতি পর্ব (মক পোল)। ইভিএম কন্ট্রোল ইউনিট ও ভিভিপ্যাট চেকিং চলছিল। সেই সময় পেডিস্টাল পাখা ঘোরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন এক কর্মী।
শ্রীরামপুর: রবিবার শ্রীরামপুরে চলছিল লোকসভা ভোটের মকপোল। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, মকপোল চলাকালীন গরম লাগছিল ওই যুবকের। তাই তিনি পাখা নিজের দিকে ঘোরাতে যান। সে সময়ই ঘটে বিপত্তি। এই খবর বাইকে ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ভিড় জমান। ভিড় হঠাতে লাঠি উড়িয়ে তাড়াও করে পুলিশ।
রবিবার শ্রীরামপুরের ডেনিস গভর্নর হাউসে চলছিল লোকসভার নির্বাচনের প্রস্তুতি পর্ব (মক পোল)। ইভিএম কন্ট্রোল ইউনিট ও ভিভিপ্যাট চেকিং চলছিল। সেই সময় পেডিস্টাল পাখা ঘোরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন এক কর্মী। তড়িঘড়ি তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত যুবকের নাম ছোটু রাজভর (২৩)। তাঁর বাড়ি চাঁপদানী খাঁপুকুর এলাকায়।
ঘটনা নিয়ে মৃত যুবকের দাদা জানিয়েছেন, তাঁরা সবাই কাজ করছিলেন। সে সময়ই তাঁর ভাই পাখা ঘোরাতে গিয়ে মারা গিয়েছে। নিজের চোখের সামনে ভাইয়ের অকালমৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। সিদ্ধার্থ জশোয়ার নামে এক যুবক ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেছেন, “আমরা চল্লিশ জন কাজ করছিলাম। ছোট্টু পাখাটাকে ঘোরাতে গিয়ে শক খেলো। মনে হয় পাখার তার খোলা ছিল। সে জন্য বডি কারেন্ট হয়ে গিয়েছিল।” কী করে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন।