AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fish Market in Howrah: মাছের বাজারে ছবির প্রদর্শনী!

Fish Market in Howrah: হাওড়ার কালীবাবুর বাজার। কালীবাবুর বাজার বিখ্যাত মাছের জন্য। হাওড়া ময়দানের ঠিক আগেই। দেড়শ বছরেরও বেশি সময় ধরে কালীবাবুর বাজার চালু রয়েছে। বাংলাদেশি ইলিশ থেকে শুরু করে বাগদা গলদা চিংড়ি কিংবা ভেটকি তোপসে সবই মেলে, একদম টাটকা। সেই বাজারই সেজে উঠেছে ছবিতে। পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন।

Fish Market in Howrah: মাছের বাজারে ছবির প্রদর্শনী!
মাছের বাজারে ছবি দিয়ে সাজানো নিয়ে কী বলছেন চিত্রশিল্পী?
| Edited By: | Updated on: Jul 14, 2024 | 7:17 PM
Share

প্রীতম দে মাছের বোঁটকা গন্ধে টেকা দায়। কিন্তু মানুষগুলোর মুখে ওসব বিরক্তির চিহ্নমাত্র নেই। কী সহ্য শক্তি রে বাবা। এখন সন্ধেবেলা। এই দেড়শো বছরের বেশি পুরনো প্রাচীন মাছের বাজারে সকালেই আসল বাজার। বিকেলে সব গোটানো থাকে। এক দু’জন বসেন এই যা। ফাঁকা চাতালের ওপর বসে আছেন অশীতিপর চিত্রশিল্পী। পাশে রোল করে রাখা ছবি। পেন্টিং। অনেকগুলো। এগুলোই টাঙানো হচ্ছে মাছ বাজারে। বিশ্বের বোধহয় সর্ব প্রথম মাছের বাজারে চিত্র প্রদর্শনী। শিল্পী আশি বছরের ‘তরুণ’ হিরণ মিত্র। কিন্তু এটা তো ক্ষ্যাপামো। বাজারে লোকে আসে মাছ কিনতে। ছবি কিনতে নয়। ছবি কিনবে বলে আপনার মনে হয়? স্রেফ চারজন চার রকম বলবে । That’s it। আসল কাজটা কী হবে? শিল্পের...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন