ভ্যাকসিন নিতে গিয়ে প্রশ্ন, ‘আপনি কোন দলের?’ ফের বিতর্কে হাওড়া রেড ক্রস সোসাইটি
Howrah Red Cross Society: ভ্যাকসিন দেওয়ার পর সরকারি পোর্টালে নাম নথিভুক্ত না করে সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। এবার ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠলো হাওড়ার রেড ক্রস সোসাইটির (Howrah Red Cross Society) বিরুদ্ধে।
হাওড়া: ভ্যাকসিন দেওয়ার পর সরকারি পোর্টালে নাম নথিভুক্ত না করে সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। এবার ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠলো হাওড়ার রেড ক্রস সোসাইটির (Howrah Red Cross Society) বিরুদ্ধে।
অভিযোগ, একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে যাঁদের কুপন দেওয়া হয়েছে তাঁদেরই কেবল ভ্যাকসিন দিচ্ছে এই সংস্থা। বাকিদের ভ্যাকসিন না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর এই অভিযোগকে ঘিরেই শনিবার সকালে ব্যাপক গন্ডগোল হল হাওড়া ময়দানে রেড ক্রস সোসাইটির কার্যালয়ে। পরিস্থিতি সামাল দিতে হাওড়া থানা থেকে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। ছুটে যান হাওড়া পুরসভার এক প্রাক্তন মেয়র পারিষদও।
হাওড়া রেড ক্রস সোস্যাইটির সম্পাদক শিশু চিকিৎসক সুজয় চক্রবর্তী অবশ্য কুপন দিয়ে রাজনৈতিক পক্ষপাতিত্ব করে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন।
তবে এদিন সকালে রেড ক্রস সোসাইটির হাওড়া ময়দান শাখায় ভ্যাকসিন নিতে যান পীযুষ বারুই নামে এক যুবক। তিনি হাওড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সদর বক্সি লেনের বাসিন্দা। তাঁর অভিযোগ, “আধার কার্ড নিয়ে যখন ভ্যাকসিন নিতে এলাম তখন এক মহিলা কর্মী আমাকে জিজ্ঞেস করলেন আপনি কোন রাজনৈতিক দলের। আপনার কুপন কোথায়?”
যুবকের দাবি, কোনও নোটিস না দিয়ে এভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের কার্যালয় থেকে যাঁদের কুপন দেওয়া হয়েছে, তাঁদেরই আগে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ওই যুবকের মতোই এদিন ওখানে ভ্যাকসিন নিতে যাওয়া আরও কয়েকজন এমন অভিযোগই করেন।
স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগকে হাতিয়ার করেছে বিজেপি। জেলা নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের লোকেদেরই পার্টি অফিস থেকে কুপন দিয়ে রেড ক্রস সোসাইটির মতো একটি স্বনামধন্য সংস্থা ভ্যাকসিনের ব্যবস্থা করছে।
দলের হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা এই প্রসঙ্গে বলেন, “হাওড়া ময়দানে রেড ক্রস সোস্যাইটির শাখায় তৃণমূলের রাজনীতিকরণ হয়েছে। ১৯০ জনের নাম নথিভুক্ত না করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের সার্টিফিকেট দেওয়া হয়নি। তৃণমূল সরকারি নিয়ম না মেনে বেছে বেছে তাদের লোকেদের ভ্যাকসিন দিচ্ছে এখানে।”
এদিকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র। তিনি বলেন, “আমি গন্ডগোলের খবর পেয়ে এখানে ছুটে এসেছি। ভ্যাকসিন নিয়ে কারও কোনও সমস্যা হলে তিনি রেড ক্রস সোসাইটির যে কমিটি রয়েছে তাঁদের কাছে চিঠি দিয়ে জানতে পারেন। রেড ক্রস সোস্যাইটি একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।”
হাওড়া রেড ক্রস সোসাইটির সম্পাদক শিশু চিকিৎসক সুজয় চক্রবর্তী বলেন, “রেড ক্রস কোনওদিন পক্ষপাতিত্ব করে কাজ করে না।” অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গ জেলা প্রশাসনের এক পদস্থ আধিকারিক জানালেন, সংস্থার এক কর্মীর বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া নিয়ে নানা ধরনের অভিযোগ উঠছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আরও পড়ুন: কসবার পর হাওড়া? দুই ডোজ ভ্যাকসিন নিয়েও আসেনি মেসেজ!