VIDEO: তেড়ে গেলেন মন্ত্রী মনোজ তিওয়ারি, অরূপ বিশ্বাসের সামনেই মারপিট
Howrah Carnival: দলের কেউই কেউকেটা নয়, বৃহস্পতিবারই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ নিছক পার্কিং নিয়ে বুধবার কার্নিভাল চত্বরে যে ঝামেলা সামনে আসে, বৃহস্পতিবার তা সম্মুখ সমরের রূপ নিল। যদিও মনোজ তিওয়ারি বলেন, "মুখ্যমন্ত্রীকে আমি সবটা জানাব। এই কার্নিভাল তো আর আমি বলেছি বলে বন্ধ হয়েছে এমন না।
হাওড়া: পার্কিং নিয়ে তৃণমূলের অন্দরে কোন্দলের অভিযোগ। আর তাতেই হাওড়ার ক্রিসমাস কার্নিভাল বন্ধ হয়ে যায় বুধবার। সেই কার্নিভাল চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সেই নির্দেশের পরই কার্নিভাল ঘিরে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। অরূপ বিশ্বাসের দফতরের প্রতিমন্ত্রী মনোজ। বৃহস্পতিবার কার্নিভালে যান অরূপ। মনোজের থেকে ঠিক দু’হাত দূরে দাঁড়িয়ে যখন তিনি, অভিযোগ, মনোজ তিওয়ারি তখন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কাধাক্কি করেন। রীতিমতো মারামারি! মনোজ তিওয়ারি চোখ মুখ পাকিয়ে একেবারে অগ্নিশর্মা।
এতদিন যা স্নায়ুযুদ্ধ ছিল, এবার তা একেবারে ভরা হাটের মাঝে বলেই অভিযোগ। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল চালু করার নির্দেশ দিতেই সুজয় চক্রবর্তী, মনোজ তিওয়ারিরা এসে পৌঁছন কার্নিভাল প্রাঙ্গণে। মন্ত্রী অরূপ বিশ্বাসও আসেন। আসেন দুই গোষ্ঠীর অনুগামীরা। দুই পক্ষের অনুগামীদেরই অভিযোগ, অরূপ বিশ্বাস আসার এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হয়।
দলের কেউই কেউকেটা নয়, বৃহস্পতিবারই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বার্তা ছিল, “কার্নিভাল হবে। কার্নিভাল কমিটি বন্ধ করেছে। বন্ধ করার কোনও কারণ ছিল না। কেউ কাউকে কিছু বললে তো কার্নিভাল বন্ধ করার কারণ নেই। প্রশাসনকে জানাতে পারত। পুরপ্রশাসককে বলব নিজের মতো কাজ করতে। আইনত কাজ করতে। কোনও অসুবিধা নেই।
অথচ নিছক পার্কিং নিয়ে বুধবার কার্নিভাল চত্বরে যে ঝামেলা সামনে আসে, বৃহস্পতিবার তা সম্মুখ সমরের রূপ নিল। যদিও মনোজ তিওয়ারি বলেন, “মুখ্যমন্ত্রীকে আমি সবটা জানাব। এই কার্নিভাল তো আর আমি বলেছি বলে বন্ধ হয়েছে এমন না। পার্কিংয়ের যে বিষয়টা তা তো আমি কে টাকা তুলছিল হাতেনাতে ধরেছি বলেই সামনে এসেছে। ৫ টাকা দিয়ে কার্নিভালে ঢুকে মানুষ প্রতি ঘণ্টায় গাড়ির জন্য ১০ টাকা করে পার্কিং দেবে, এটাও তো দেখার।”