Alcohol News: দোলের আগে ৯৫ কার্টুন মিলল বিলিতি মদ, সেগুলো নিয়ে পুলিশ কী করল জানেন?
Alcohol News: জানা গিয়েছে, গতকাল রাত্রিবেলা জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তর কাছে খবর আসে ৩১ নং জাতীয় সড়ক ধরে পাচার করা হচ্ছে বিপুল পরিমাণ বিলিতি মদ। খবর পেয়ে নাকা চেকিং শুরু করে পুলিশ। এরপর নির্দিষ্ট নম্বরের গাড়ি আসলে দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশি।
জলপাইগুড়ি: সামনেই দোল। তারপর হোলি। তাই আগাম প্রস্তুতি নিচ্ছে আম বাঙালি। তবে সাধারণ মানুষ আনন্দে মাতবে বলে যেমন তৎপর তেমনই সদা সতর্ক প্রশাসনও। দোলের আগে তাই পাচার হওয়া বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল পুলিশ। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।
জানা গিয়েছে, গতকাল রাত্রিবেলা জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তর কাছে খবর আসে ৩১ নং জাতীয় সড়ক ধরে পাচার করা হচ্ছে বিপুল পরিমাণ বিলিতি মদ। খবর পেয়ে নাকা চেকিং শুরু করে পুলিশ। এরপর নির্দিষ্ট নম্বরের গাড়ি আসলে দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশি।
পরে পুলিশ আধিকারিকরা দেখতে পান লড়িতে অ্যান্টি চেম্বার রয়েছে। সেই চেম্বার খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় হয় পুলিশের। দেখতে পায় থরে থরে সাজানো রয়েছে নামী দামি ব্রান্ডের বিলিতি মদ। সেখান থেকে একে একে ৯৫ কার্টুন উদ্ধার মদ উদ্ধার হয়েছে। মদগুলি বিহারে পাচারের চেষ্টা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া মদগুলিকে নষ্ট করে ফেলে পুলিশ। এই প্রসঙ্গে আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, “দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এরা বিহারের বাসিন্দা। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।”