Jalpaiguri News: ‘দলে আছি তবে পদে নেই’, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসার পূর্বেই পদত্যাগ আদি নেতাদের

Jalpaiguri: গত ১৩ তারিখ ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। আর ১৪ তারিখ ময়নাগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। ঠিক তার আগে দলে 'ব্রাত্য' এই অভিযোগ তুলে দলীয় পদ থেকে পদত্যাগ করলেন ময়নাগুড়ির পাঁচজন তৃণমূল নেতা।

Jalpaiguri News: 'দলে আছি তবে পদে নেই', মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসার পূর্বেই পদত্যাগ আদি নেতাদের
অমিতাভ চক্রবর্তী,কাউন্সিলরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2024 | 6:31 PM

জলপাইগুড়ি: মঙ্গলবার জলপাইগুড়ি সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই এক কাউন্সিলর সহ মোট পাঁচজন আদি তৃণমূল নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করলেন। যার জেরে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন।

গত ১৩ তারিখ ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। আর ১৪ তারিখ ময়নাগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। ঠিক তার আগে দলে ‘ব্রাত্য’ এই অভিযোগ তুলে পদ পদত্যাগ করলেন ময়নাগুড়ির পাঁচজন তৃণমূল নেতা। সকলেই রবিবার রাত্রিবেলা পদত্যাগ পত্র নিজের হোয়াটল অ্যাপ জেলা সভাপতিকে পাঠিয়ে দিয়েছেন বলে খবর।

পদত্যাগী নেতারা হলেন তৃণমূল জেলা কমিটির সদস্য তথা ময়নাগুড়ি পৌরসভার ১৫ নম্বর অমিতাভ চক্রবর্তী, তৃণমূল জেলা সম্পাদক সমীরণ চৌধুরী ওরফে প্রবীর চৌধুরী, ময়নাগুড়ির ব্লক সম্পাদক অপু রাউত, জয়হিন্দ বাহিনীর ভাইস প্রেসিডেন্ট, জেলা কমিটির সদস্য শ্যামল দত্ত, টাউন ব্লক সম্পাদক সুশীল সরকার।

পদত্যাগী নেতা তথা কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী বলেন, “দলে আছি। কিন্তু পদে নেই। রেজাল্ট খারাপ হলে তো আমাদের উপরে দোষ পড়বে। যিনি প্রার্থী হয়েছেন (নির্মল চন্দ্র রায়) উনি প্রচারের জন্য সাহায্য চাইলে করব। তবে এখন আমার কাছে ময়নাগুড়ি, লাটাগুড়ি থেকে ফোন আসছে দেখার জন্য। কই এতদিন তো দলে ব্রাত্য করে রাখা হয়েছিল।”