Dhupguri: কালীপুজোর সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল গর্ভবতী মহিলা-সহ ৩ জনের
Dhupguri: বৃহস্পতিবার ভোর নাগাদ বানারহাটের বাসিন্দা গর্ভবতী মহিলা-সহ পাঁচজন ছোট গাড়িতে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। সেই সময় আচমকাই সাতখাইয়া সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপরে সংবাদপত্র বোঝাই গাড়ির সঙ্গে যাত্রীবাহী ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
ধূপগুড়ি: ভোররাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের । একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত এক গর্ভবতী মহিলা-সহ ৩ জন।গুরুতর আহত ২। ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা থেকে মালবাজারগামী জাতীয় সড়কে সাত খাইয়া সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর নাগাদ বানারহাটের বাসিন্দা গর্ভবতী মহিলা-সহ পাঁচজন ছোট গাড়িতে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। সেই সময় আচমকাই সাতখাইয়া সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপরে সংবাদপত্র বোঝাই গাড়ির সঙ্গে যাত্রীবাহী ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান এবং খবর দেওয়া হয় মেটেলি থানায়। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই গর্ভবতী মহিলা-সহ আরও একজনের মৃত্যু হয়। বাকিদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরেকজনের মৃত্যু ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দু’জন শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কী করে ঘটনাটি ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ।