Flood in North Bengal: ফের বন্যার আশঙ্কা, তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হল ৪০০০ কিউমেক জল
Flood in North Bengal: গত বছরের ৪ অক্টোবর সিকিম থেকে জল নেমে বিধ্বংসী বন্যা হয়। ফলে ক্ষতিগ্রস্ত হন বহু সাধারণ মানুষ। ভারতীয় সেনাবাহিনীর একাধিক জওয়ান অস্ত্র সহ ভেসে গিয়েছিলেন সেই বন্যায়। সেই সব অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। সূত্রের খবর, সোমবার তার খোঁজেই কালিঝোড়া বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়।
জলপাইগুড়ি: প্রচুর জল ছাড়া হল তিস্তা ব্যারেজ থেকে। তার জেরেই বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার সেবকের কালিঝোড়া থেকে আচমকাই প্রচুর পরিমান জল ছাড়া হয়েছে। যার ফলে তিস্তায় জলস্তর বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, তিস্তা ব্যারেজ থেকে প্রায় ৪০০০ কিউমেক জল ছাড়া হয়েছে এদিন। সেই কারণে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কবার্তা।
গত বছরের ৪ অক্টোবর সিকিম থেকে জল নেমে বিধ্বংসী বন্যা হয়। ফলে ক্ষতিগ্রস্ত হন বহু সাধারণ মানুষ। ভারতীয় সেনাবাহিনীর একাধিক জওয়ান অস্ত্র সহ ভেসে গিয়েছিলেন সেই বন্যায়। সেই সব অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। সূত্রের খবর, সোমবার তার খোঁজেই কালিঝোড়া বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়।
ভারতীয় সেনাবাহিনীর সব অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। সেগুলি উদ্ধারের কাজ চলছে। তবে যে সমস্ত গোলা বারুদ এখনও পর্যন্ত উদ্ধার করে নিষ্ক্রিয় করা যায়নি, সেগুলি উদ্ধারের জন্য সেনাবাহিনী তিস্তার পারে নেমে পড়েছে। জলপাইগুড়ি সদরের মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী জানিয়েছেন তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্য নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন।