Jalpaiguri: জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে বেরিয়ে গেল মাথার ঘিলু! গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে সেই আতঙ্ক
Jalpaiguri: শনিবার ভোরে নূরজাহান বেগম নামে ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে লাটাগুড়ির জঙ্গলের বড় দিঘি বিটের এস এস ফোর কম্পার্টমেন্টে জ্বালানির কাঠ সংগ্রহের জন্য গিয়েছিলেন। সেই সময় একটি হাতির মুখোমুখি পড়ে যান ওই মহিলা।
জলপাইগুড়ি: গভীর রাতে গ্রামে ঢুকেছিল। টের পেয়েছিলেন গ্রামবাসীরা। ভয়ে ঘরের বাইরে বের হননি কেউ। কিন্তু ভোরে কিছু না জেনেই জঙ্গলের কাঠ কুড়োতে দিয়ে এক হাতির মুখোমুখি হয়ে যান মহিলা। ঘুরে দৌড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। শুঁড়ে তুলে আছড়ে মাটিতে ফেলা হয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু। ফের এক হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। রবিবার রাতে জলপাইগুড়ির মেটলি উত্তর ধুপঝোরা গ্রামে ফের দাপিয়ে বেড়াচ্ছে তিনটি হাতি। আতঙ্ক ছড়াল গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম নূরজাহান বেগম। তিনি মেটেলি ব্লকের বামনি বনবস্তির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদিকে উত্তর ধূপঝোরা গ্রামে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে তিনটি হাতি। তাদের পায়ের চাপে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা ফসল। একাধিক মাটির বাড়ি ভেঙেছে বলেও খবর। এই পরিস্থিতি সন্ধ্যার পর ভয়ে বাচ্চা-মহিলারা বের হচ্ছে না ঘর থেকে। শনিবার রাতে তিনটি হাতি গ্রামে ঢোকে, তা বুঝতে পেরেছিলেন গ্রামবাসীরা।
শনিবার গভীর রাতে খাবারের সন্ধানে পার্শ্ববর্তী পান ঝোড়া জঙ্গল থেকে ৩ টি হাতির ঢোকে মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া জয়ন্তী ভিলেজ এলাকায়। গ্রামের বাসিন্দারা ধান ক্ষেতে হাতির উপস্থিতি টের পেয়ে টর্চ লাইট, পটকা, বাজি নিয়ে একত্রিত হয়ে হাতিকে তাড়াতে সচেষ্ট হয়। খবর দেওয়া হয় বন দফতরকেও। কিন্তু অভিযোগ, বন কর্মীরা আসেননি। গ্রামবাসীরা নিজেরাই হাতি তাড়ান। দীর্ঘ প্রচেষ্টার পর হাতি গুলিকে তাড়িয়ে ফের জঙ্গলে ফেরত পাঠানো হয়। প্রতিনিয়ত হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।
শনিবার ভোরে নূরজাহান বেগম নামে ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে লাটাগুড়ির জঙ্গলের বড় দিঘি বিটের এস এস ফোর কম্পার্টমেন্টে জ্বালানির কাঠ সংগ্রহের জন্য গিয়েছিলেন। সেই সময় একটি হাতির মুখোমুখি পড়ে যান ওই মহিলা। হাতি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এমনভাবেই আছাড় দেওয়া হয় মাথার ঘিলু বেরিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে যান। কর্মীদের পাশাপাশি মেটেলি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।