Jalpaiguri: ‘ট্যাক্স না দিলে বউকে তুলে নিয়ে যাব…’, বাংলাদেশে স্ত্রীর ইজ্জত বাঁচিয়ে ভারতে এসে মাসুল গুনলেন যুবক
Jalpaiguri: অভিযোগ, গ্রামের মুরুব্বি মাতব্বরেরা টাকা দিতে না পারলে বউকে তুলে নিয়ে যাওয়া হবে বলে ফতেয়া দিয়েছে। এই অবস্থায় নিজের স্ত্রীর সম্ভ্রম বাঁচতে বুধবার সকালে দালাল মারফত ভারতে অনুপ্রবেশ করলে তাঁদের ময়নাগুড়ি থানার পুলিশ গ্রেফতার করে।
জলপাইগুড়ি: কর দিতে না পারলে বউকে তুলে নিয়ে যাওয়া হবে। অভিযোগ, এমনই নাকি হুমকি দেওয়া হচ্ছিল। আর স্ত্রীয়ের ‘ইজ্জত’ বাঁচাতেই দুধের শিশুকে নিয়ে রাতারাতি এক কাপড়ে বাড়ি-দেশে ছেড়ে পালিয়েছিলেন। বাংলাদেশে চলা লাগাতার হুমকি ও অত্যাচার সইতে না পেরে ভারতে বেআইনি ভাবে অনুপ্রবেশ করেও শেষ রক্ষা হল না অনুপ্রবেশকারী দম্পতির। ময়নাগুড়ি থানার পুলিশ তাঁদের ৩ জনকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, বাংলাদেশের নিলফামারির বাসিন্দা মহেন্দ্র তন্ত্র পেশায় দিনমজুর। বাড়িতে তাঁর রয়েছেন স্ত্রী ও বছর চারেকের পুত্র সন্তান। মহেন্দ্রর অভিযোগ, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তাঁদের উপর চরম অত্যাচার নেমে এসেছে। বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। তাঁদের কাজে নেওয়া হচ্ছে না। একই সঙ্গে তাঁদের উপর ঘন ঘন ট্যাক্স বসিয়ে জুলুমবাজি করা হচ্ছে।
অভিযোগ, গ্রামের মুরুব্বি মাতব্বরেরা টাকা দিতে না পারলে বউকে তুলে নিয়ে যাওয়া হবে বলে ফতেয়া দিয়েছে। এই অবস্থায় নিজের স্ত্রীর সম্ভ্রম বাঁচতে বুধবার সকালে দালাল মারফত ভারতে অনুপ্রবেশ করলে তাঁদের ময়নাগুড়ি থানার পুলিশ গ্রেফতার করে। মহেন্দ্র তন্ত্র তাঁর স্ত্রী আদুরি রানি রায়, দীপ্ত চন্দ্র রায় নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
এই খবরটিও পড়ুন
আদুরি রানি রায় বলেন, “বাংলাদেশের অবস্থা খুব খারাপ। ৩ মাস ধরে হিন্দুদের কাজে নেওয়া হচ্ছে না। তার সঙ্গে জরিমানা। আর বলা হয়েছে জরিমানা না দিলে আমাকে তুলে নিয়ে যাবে।”
মহেন্দ্র তন্ত্র বলেন, “আমরা ভীষণ ভাবে অত্যাচারিত। তাই বউয়ের ইজ্জত ও প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলাম। এখানে আমার দাদার বাড়ি আছে। সেখানে থাকব বলে। কিন্তু পুলিশ গ্রেফতার করল।”
আইসি ময়নাগুড়ি সুবল ঘোষ জানিয়েছেন বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।